ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ কর্মী নাহিদ হত্যার মূল আসামিসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৯:৫১, ৬ এপ্রিল ২০১৯

 ছাত্রলীগ কর্মী নাহিদ  হত্যার মূল  আসামিসহ  গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ টঙ্গীর চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ নাহিদ খুনের প্রায় এক মাস পর মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার র‌্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব আরিচপুরের বৌবাজার এলাকার আব্দুল মোতালেব খলিফার ছেলে মামলার প্রধান আসামি মোঃ আলাউদ্দিন ওরফে রাফি (২৭), নরসিংদীর শিবপুর থানার হরিনারায়ণপুর এলাকার সাদির মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (১৯) ও একই জেলার সদর থানার হাজীপুর গ্রামের মোঃ বেদন মিয়ার ছেলে আহাদুল ইসলাম রনি (২০)। সংবাদ সম্মেলনে র‌্যাব-১-এর সহকারী পরিচালক জানান, গত ১ মার্চ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আরিচপুর এলাকায় ক্রিকেট খেলার সময় বল পায়ে লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের কিশোর ও যুবকদের মাঝে হাতাহাতি ও মারামারি হয়। এ ঘটনায় রাফির গ্রুপের সদস্যরা ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ নাহিদের ঘনিষ্ঠ রিফাতকে মারধর করে। পরে সন্ধ্যায় আহত রিফাতকে দেখতে তাদের বাসায় যায় নাহিদ। সেখান থেকে ফেরার পথে টঙ্গীর ভরান মুন্সিপাড়া রোডের ফাহিম টেইলার্সের সামনে রাফির নেতৃত্বে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী নাহিদের পথরোধ করে। এ সময় তারা রড ও পাইপ দিয়ে নাহিদকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় চাকু দিয়ে নাহিদের বুকে আঘাত করে সন্ত্রাসীরা। এতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাহিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
×