ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রকাশ্যে গুলি করে হাশেম ক্যাডারকে হত্যা

টেকনাফে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপগুলোর দ্বন্দ্ব বাড়ছে

প্রকাশিত: ১০:৪৩, ৫ এপ্রিল ২০১৯

টেকনাফে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপগুলোর দ্বন্দ্ব বাড়ছে

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ টেকনাফে নয়াপাড়া শিবিরে এক রোহিঙ্গা শিশু অপহরণ ও পরে পাঁচ লাখ টাকায় মুক্তিপণ দিয়ে ছেড়ে দেয়ার বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক রোহিঙ্গা শিবির। বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে হাশেম নামে এক রোহিঙ্গা ক্যাডারকে হত্যা করেছে সশস্ত্র জঙ্গী গ্রুপ। শিশু অপহরণ ঘটনায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে ক্যাম্প পুলিশ। জানা যায়, রোহিঙ্গাদের সশস্ত্র দুই জঙ্গী গ্রুপের মধ্যে ইয়াবা, অস্ত্র বেচাবিক্রি, ডাকাতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের বিষয়ে কিছুদিন ধরে মতবিরোধ দেখা দেয়। এক গ্রুপের প্রধান ইয়াছিনের শিশু পুত্র কাউছারকে অপহরণ করে অপর গ্রুপ। ঘটনা টের পেয়ে রোহিঙ্গা জঙ্গী ইয়াছিন কৌশলে নগদ পাঁচ লাখ টাকা বুঝিয়ে দিয়ে মুক্ত করে আনে তার পুত্রকে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত একজন রোহিঙ্গা হঠাৎ করে পাঁচ লাখ টাকা কোথায় পেল? এ ঘটনায় গোটা জেলা জুড়ে তোলপাড় চলছে। কারও কাছে ধর্ণা না দিয়ে একজন রোহিঙ্গা হঠাৎ মোটা অঙ্কের টাকা বের করে দেয়ার বিষয়ে প্রশাসনের কর্মকর্তা, এমনকি বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও রীতিমতো হতবাক বনে গেছেন। তাদেরও একই প্রশ্ন এক রোহিঙ্গা নগদে পাঁচ লাখ টাকা পেল কোথায়? টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নয়াপাড়া শাল বাগান এলাকায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে দুইজন শিশু অপহরণকারীকে আটক করেছে। তারা হচ্ছে- বি-ব্লকের এমআরসি নং-৬১৩২৫, শেড নং-১০১৪, রুম নং-৫ এর আশ্রিত রোহিঙ্গা আমির হোসেনের পুত্র নুরুল আলম (২২) এবং এইচ ব্লকের এমআরসি নং-০৫০৪৭, শেড নং-৬০৪১, রুম নং-৪ এর আশ্রিত রোহিঙ্গা ইউনুছের পুত্র মোঃ জুবাইরকে (২৩) আটক করেছে। আটককৃতরা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দী দিয়েছে বলে জানা গেছে। নয়াপাড়া ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সচেতন মহল আগেই ধারণা করেছিলেন, টাকার লোভে রোহিঙ্গারাই এ ঘটনায় জড়িত থাকতে পারে। ২৭ মার্চ দুপুরে খেলতে গিয়েই নিখোঁজ হয় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের ৬২৬নং শেডের ১০নং রোমে আশ্রিত মোঃ ইয়াছিন প্রকাশ কমিটি ইয়াছিনের পুত্র মোঃ কাউছার (৫)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হ্নীলা স্টেশনে অপহরণকারী চক্রের দাবিকৃত ৫ লাখ টাকা মুক্তিপণ দিলেই বিকেল সাড়ে ৩টায় অপহৃত শিশুকে সিএনজিযোগে মা-বাবার কাছে পাঠিয়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ বসে নেই। তদন্ত-অভিযান সমানতালে চালিয়ে যাচ্ছে। তবে সশস্ত্র রোহিঙ্গা জঙ্গীরা দিনদুপুরে পাহাড় থেকে ক্যাম্পে এসে প্রকাশ্যে গুলি চালিয়ে এক রোহিঙ্গাকে হত্যার ঘটনায় ভাবিয়ে তুলেছে অভিজ্ঞ মহলকে। তারা বলেন, বেড়ে গেছে রোহিঙ্গাদের স্পর্ধা। তারা স্থানীয় প্রশাসনকেও তোয়াক্কা করছে না। আইন নিজের হাতে তুলে নিয়েছে রোহিঙ্গারা। আরাকান বিদ্রোহী গ্রুপের ক্যাডার (আরএসও) সশস্ত্র রোহিঙ্গারা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। সূত্র জানায়, রোহিঙ্গা নেতা ইয়াছিনের সঙ্গে সম্পর্ক রয়েছে আরাকান বিদ্রোহী গ্রুপ আলইয়াকিন তথা আরসা ক্যাডারদের। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি, নয়া কমিটির দায়িত্ব গ্রহণ স্টাফ রিপোর্টার ॥ নারী আইনজীবীদের কমনরুম ও অন্যান্য ব্যবস্থার বিষয়টি গুরুত্বসহকারে দেখব বলে মন্তব্য করেছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সেশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটি দায়িত্ব বুঝে নেয়ার সময় শুভেচ্ছা বক্তৃতায় তিনি এ কথা বলেন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটিকে ফুল দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন ২০১৮-২০১৯ সেশনের পূর্বের কমিটির নেতারা। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক ও বর্তমান কমিটির সকল নেতারা। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এ্যাাডভোকেট জয়নুল আবেদীন।
×