ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হকির নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০৯:৪৩, ৫ এপ্রিল ২০১৯

হকির নির্বাচন স্থগিত

স্পোর্টস রিপোর্টার ॥ স্থগিত হয়ে গেল বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আগামী ৮ এপ্রিল অনুষ্ঠেয় বহুল আলোচিত হকির নির্বাচন। স্থগিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাহফের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশন। সেই প্রেক্ষাপটেই নির্ধারিত নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয় এনএসসি। প্রথম বিভাগ লীগের ক্লাব শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের ভোটার হওয়ার বৈধতা নিয়ে আদালতে মামলা করেছিলেন একই সংগঠনের সিকান্দার হায়াত। তারই জের ধরে সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশন চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশ দেন। ভোটার তালিকা নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। বৃহস্পতিবার ছিল নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এনএসসি জানিয়েছে, এ বিষয়ে উচ্চ আদালতে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
×