ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেরার পর নিজেকে প্রমাণ করছে ওয়ার্নার ॥ মুডি

প্রকাশিত: ০৯:৪২, ৫ এপ্রিল ২০১৯

ফেরার পর নিজেকে প্রমাণ করছে ওয়ার্নার ॥ মুডি

স্পোর্টস রিপোর্টার ॥ এক বছর নিষিদ্ধ থাকার মেয়াদ সবেমাত্রই শেষ হয়েছে। বল টেম্পারিংয়ের অপরাধে ডেভিড ওয়ার্নার ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকলেও অবশ্য বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলতে শুরু করেছেন বেশ আগে থেকেই। এমনকি সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) খেলেছেন তিনি। কিন্তু গত ২৮ মার্চ থেকেই তিনি সবধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত। এর আগে থেকেই শুরু করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা। শুরুর পর যেভাবে ব্যাট চালিয়ে যাচ্ছেন তাতে করে মনেই হয়নি এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন তিনি। চলতি আইপিএলে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হিসেবে এ অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার ১৭৬.২২ স্ট্রাইক রেটে রান করে যাচ্ছেন। আর সে জন্যই হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডি মুগ্ধ হয়ে দাবি করলেন, ফেরার পর ওয়ার্নার অনেক কিছুই প্রমাণ করেছেন। বিপিএলে দারুণ খেলছিলেন। এরপর ইনজুরিতে পড়ে মাঝপথে দেশে ফিরতে হয়েছিল ওয়ার্নারকে। তবে আইপিএলের আগেই সেরে ওঠেন তিনি। খেলতে শুরু করেন একেবারে প্রথম থেকে। এখন পর্যন্ত আইপিএলে খেলেছেন ৩ ম্যাচ। বিপিএল থেকে আইপিএল- সর্বশেষ ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৬ বলে অপরাজিত ৬১ সিলেটে, ৪৩ বলে ৬৩ সিলেটে, ২১ বলে ১৯ সিলেটে এবং ৫৩ বলে ৮৫ কলকাতায়, ৩৭ বলে ৬৯ হায়দরাবাদে ও ৫৫ বলে হার না মানা ১০০ হায়দরাবাদে। সর্বশেষ এই ছয়টি ম্যাচে তার স্ট্রাইকরেট ১৬২.০৪। আর আইপিএলের তিন ম্যাচে ১৭৬.২২ স্ট্রাইকরেটে তিনি করেছেন ২৫৪ রান। যখন আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন তারচেয়েও যেন দুর্দান্ত হয়ে উঠেছেন ওয়ার্নার। হয়ে গেছেন রানমেশিন। তাই তার স্বদেশী কোচ মুডি বললেন, ‘মানসিকভাবে সে খুবই ভাল অবস্থানে আছে। পূর্ণ উৎসাহ, পরিপূর্ণ মনোবল এবং অনেক কিছু যেন প্রমাণ করতেই ফিরে এসেছে সে। এটা ডেভিড ওয়ার্নার যেমন প্রমাণ করছে আমার মনে হয় বিশ্বের শীর্ষ খেলোয়াড়রাও একইভাবে নিজেদের মেলে ধরে। তাদের মধ্যে খেলার জন্য থাকে অতৃপ্ত এক তেষ্টা এবং তারা সবসময় সফল হতে সচেষ্ট। কোনভাবেই এই তেষ্টাটা তাদের মধ্যে থেকে বিতাড়িত হয় না।’ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘ সময় বাইরে থাকার কারণেই হয়তো ওয়ার্নারের মধ্যে ক্ষুধাটা বেড়েছে। আসন্ন বিশ্বকাপের আগে আইপিএলটাই তার সর্বশেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। আবার জাতীয় দলে ফিরতে হলে নিজের সামর্থ্যটাকে নতুন করে প্রমাণ করতে হবে। নয়তো সম্প্রতি অসিরা যেভাবে ফর্মের তুঙ্গে ফিরে এসেছে তাতে করে জায়গা করে নেয়াটা বেশ কঠিন। আর সে জন্যই হয়তো এত বেশি দুর্বার হয়ে উঠেছেন এ বাঁহাতি ওপেনার। মুডি আরও বলেন, ‘শীর্ষ পর্যায়ের ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে ১২ মাস বাইরে থাকতে হয়েছে। কিন্তু ফিরে আসার জন্য ওয়ার্নার গত ৬ মাস ধরেই নিজেকে প্রস্তুত করছে। সে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছে এর মধ্যেই এবং সিডনিতে ক্লাব ক্রিকেটও খেলেছে। এর মাধ্যমেই তার ক্রিকেটীয় প্রস্তুতিতে কোন ঘাটতি তৈরি হয়নি। হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এটি সমপর্যায়ের নয়, কিন্তু সে কৌশলগত প্রস্তুতির চেয়ে বরং মানসিক প্রস্তুতিটা নিয়েছে। অনেক আগে থেকেই তার কৌশলগত দিকটা বেশ ভাল।’ মুডির দাবি ওয়ার্নারের সবসময়ই একটা ইতিবাচক মনোভাব ছিল। এখন সেটার প্রমাণ সবাই দেখছে বলেও মনে করেন তিনি।
×