ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান সিরি’এ লীগে ক্যালিয়ারির মাঠে বর্ণবৈষম্যের শিকার জুভেন্টাসের তরুণ ফুটবলার কিন

জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদ

প্রকাশিত: ১২:২৯, ৪ এপ্রিল ২০১৯

জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে দলের বাইরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার বদলেই জুভেন্টাসের একাদশে খেলার সুযোগ পেয়েছেন মোয়েস কিন। সুযোগটা কাজে লাগাতে মোটেও ভুল করলেন না জুভেন্টাসের এই ইতালিয়ান ফরোয়ার্ড। সিআর সেভেনের অভাবটা বেশ ভালভাবেই পূরণ করছেন দলের তরুণ খেলোয়াড় মোয়েস কিন। ইতালিয়ান সিরি’এ লীগে মঙ্গলবার ক্যালিয়ারির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচেও একটি গোল করেছেন তিনি। তবে এই ম্যাচেই বর্ণবৈষম্যের শিকার হয়েছেন ১৯ বছরের কিন। যা নিয়ে গোটা ফুটবল দুনিয়াই এখন তোলপাড়। কিনের জন্ম ইতালিতেই। তবে বাবা আইভরিকোস্টের। মঙ্গলবার ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচের শেষদিকে আক্রমণের শিকার হন তিনি। নির্ধারিত সময়ের খেলা তখনও পাঁচ মিনিট বাকি। ঠিক ঐ সময়ই গোল করে দলের জয় নিশ্চিত করেন কিন। রদ্রিগো বেন্তাকুরের ক্রস থেকে বল জালে জড়ান তিনি। গোলের পর প্রতিপক্ষের জালের পাশে গিয়ে সমর্থকদের সামনে উদ্যাপন শুরু করেন জুভেন্টাসের এই ইতালিয়ান ফরোয়ার্ড। তাতেই যেন তেলে-বেগুনে জ্বলে ওঠে স্বাগতিক সমর্থকরা। তারদিকে লক্ষ্য করে ছুড়ে মারা হয় কলা, প্লাস্টিকের বোতল, পানি ইত্যাদি। যদিও দ্রুত এগিয়ে যান ক্যালিয়ারি খেলোয়াড়রা। গোলরক্ষক এ্যালিসিও ক্র্যাগনো সরিয়ে দেন কিনকে এবং নিজের সমর্থকদের শান্ত হতে বলেন। কিন্তু তাতেও বর্ণবাদী আচরণ থামেনি। তখন পাশ থেকে ক্যালিয়ারির সমর্থকরা চেঁচামেচি করতে থাকে। যার মধ্যে ‘বিইউইই’ শব্দও শোনা যায়। ইতালিয়ান মিডিয়া জানাচ্ছে, এই শব্দটা সেখানকার ফুটবলে ফুটবলারদের অপমান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাছাড়া ভিড়ের মধ্য থেকে বানর বলার শব্দও শোনা যায় সেই সময়টাতে। মাতুইদি থামাতে এলে তাকেও বর্ণবাদী কথা শুনতে হয়। ম্যাচ শেষে ছলছল জল ছিল কিনের চোখে। ফুটবল খেলতে গিয়ে সম্ভবত প্রথমবার এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো তরুণ প্রতিভাবান এই ফুটবলারকে। যদিও তার পাশে ছিলেন দুই দলের সবাই। খেলোয়াড়, রেফারি- সবাই তাকে সান্ত¡না দিয়েছেন।
×