ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী অভিযান

প্রকাশিত: ১২:০৯, ৪ এপ্রিল ২০১৯

মাদকবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর মরিয়মপাড়া ও দারোগাপাড়ায় মঙ্গলবার রাতে খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাদকনিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), আনসার, খুলনা সদর থানার ওসি ও অন্যান্য দফতরের সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স ও মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ অভিযানে রূপক (২৫), মনিকা সরকার (৪৫) ও আব্দুল হামিদকে (৪০) আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একশ ১৩ বোতল ফেনসিডিল, একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ১৩টি রিভলবারের গুলি, ১৭টি শটগানের গুলি, এক বোতল হুইস্কি, এক বোতল রয়্যাল ডাচ বিয়ারসহ একটি মোটরসাইকেল ও ১১ হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। পল্লী উন্নয়ন দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর’ গঠনসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) বিআরডিবি কর্মচারী সংসদ সিবিএ। বুধবার সকালে বাগেরহাট বিআরডিবি উপ-পরিচালকের কার্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআরডিবি কর্মচারী সংসদের (সিবিএ) বাগেরহাট জেলা কমিটির সভাপতি শেখ রহমত আলী, সাধারণ সম্পাদক মোঃ ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান, আল্পনা ঢালী, মোঃ মুকুল শেখ প্রমুখ।
×