ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রক্ত দিয়ে দেয়াল লিখে পদত্যাগ দাবি ববি ভিসির

প্রকাশিত: ১২:০৬, ৪ এপ্রিল ২০১৯

রক্ত দিয়ে দেয়াল লিখে পদত্যাগ দাবি ববি ভিসির

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভিসির পদত্যাগের দাবিতে ববি বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বুধবার ছিল নবম দিন। ওইদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের রক্ত দিয়ে দেয়ালে ভিসির প্রত্যাহারের দাবি লিখে ভিন্নতরভাবে প্রতিবাদ করেছেন। এ সময় আন্দোলনরতরা ভিসিবিরোধী নানা স্লোগান দিয়েছে। অপরদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানী। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগের দাবির আন্দোলনের পক্ষে একমত প্রকাশ করে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে উল্লেখ করেন। গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন- শিক্ষার্থীদের সকল নৈতিক ও যৌক্তিক দাবির প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণ সমর্থন রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া পদত্যাগ না করার ঘোষণা ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারোর কথায় পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে মোবাইল ফোনে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এমনটাই জানিয়েছেন। ভিসি বলেন, শিক্ষার্থীরা আল্টিমেটাম দিতেই পারে। তাতে আমার কিছু আসে যায় না। আমাকে প্রধানমন্ত্রী এই দায়িত্ব দিয়েছেন। তাই যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বলেন-তবেই আমি পদত্যাগ করব। আর নয়তো কোন আন্দোলনই আমাকে আমার দায়িত্ব থেকে সরাতে পারবে না।
×