ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশাল-ঢাকা সড়কের ফুটপাথ প্রভাবশালীদের দখলে, দুর্ভোগ

প্রকাশিত: ১১:২৪, ৪ এপ্রিল ২০১৯

বরিশাল-ঢাকা সড়কের ফুটপাথ প্রভাবশালীদের দখলে, দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী থেকে গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভুরঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত ফুটপাথ দখল করে জনদুর্ভোগের সৃষ্টি করে যত্রতত্রভাবে ইট, বালি, বাঁশ ও গাছের ব্যবসা করছেন কতিপয় প্রভাবশালীরা। দীর্ঘদিন থেকে ফুটপাথ দখল করে রমরমা ব্যবসার কারণে জনসাধারণ ও ছোট যানবাহনের চলাচলে বাধাগ্রস্ত হওয়ায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফুটপাথ দখলের মাধ্যমে এ ব্যবসা চললেও স্থানীয় প্রশাসনের নেই কোন কার্যকরী ব্যবস্থা। সরেজমিনে দেখা গেছে, গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুর উপজেলার জয়শ্রী পর্যন্ত মহাসড়কের একাংশসহ পুরো ফুটপাথ দখল করে রাখা হয়েছে। অধিক মুনাফালোভী এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে ফুটপাথ দখলের মাধ্যমে ইট, বালি, বাঁশ ও গাছ ফেলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে বাটাজোর এলাকার দুপাশের ফুটপাথ দখল করে বাঁশসহ পান বরজের উপকরণের মালামাল বিক্রি করছেন কতিপয় ব্যবসায়ী। এছাড়া মহাসড়কের আশোকাঠী, গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে, বামরাইল, বাটাজোর, সানুহার, কটকস্থল, টরকী, ইল্লা, কাছেমাবাদ, মাহিলাড়া, বার্থী ও জয়শ্রী বাসস্ট্যান্ডের পার্শ¦বর্তী ফুটপাথগুলো দখল করে দীর্ঘদিন থেকে ইট, বালি, বাঁশ ও গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এতে করে ব্যস্ততম এ মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহনসহ ছোট ছোট যাত্রীবাহী যান ও ফুটপাথ দিয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে মহাসড়কের পার্শ্ববর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের অংশটুকুতে চলাচল করতে হচ্ছে।
×