ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্র অধিকার রক্ষা

প্রকাশিত: ১০:৪৩, ৪ এপ্রিল ২০১৯

ছাত্র অধিকার রক্ষা

আদর্শ দেশপ্রেম থেকেই মূলত ছাত্র রাজনীতির বিষয়টি এসেছে। তাই যুগ যুগ ধরে চলে আসছে এই ছাত্র রাজনীতি। ছাত্রদের অধিকার রক্ষা করার জন্য, এছাড়াও দেশ রক্ষার বিভিন্ন আন্দোলনের মধ্যে এই ছাত্ররাই সামনের দিকে এগিয়ে যায়। এদেশে ছাত্ররা প্রথম সোচ্চার হয়ে ওঠে ব্রিটিশদের অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্তি লাভের জন্য। ছাত্ররা আন্দোলন করে এবং ব্রিটিশদের এদেশ থেকে বিতাড়িত করে। তখন থেকেই মূলত ছাত্ররাজনীতির গোড়াপত্তন ঘটে এদেশে। এছাড়াও ১৯৪৭ সালে দেশ বিভাগের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ নামের ছাত্র সংগঠন তৈরি করেন। আর এই সংগঠন মুক্তিযুদ্ধের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এভাবেই এদেশে বিভিন্নভাবে ছাত্ররা তাদের অবদান রেখে যাচ্ছেন। এছাড়াও অতীতের বিভিন্ন আন্দোলনের মধ্যে আমরা দেখতে পাই ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ’৬৯ গণঅভ্যুত্থান, ১৯৭১ মুক্তিযুদ্ধ, ১৯৯০ স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ছাত্ররাই। আর এই ছাত্র রাজনীতির মূল কেন্দ্র হিসেবে আমরা অতীত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই দেখতে পারি। আমাদের দেশের অনেক আন্দোলনের সাক্ষী এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এখান থেকেই মূলত এদেশের সবচেয়ে বড় বড় ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছে; ছাত্রনেতা বের হয় যারা পরবর্তীকালে দেশের বিশিষ্টজনে পরিণত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে। আর দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) নির্বাচন হলো গত ১১ মার্চ। বিভিন্ন কারণেই এই নির্বাচন বন্ধ ছিল। দীর্ঘ ২৮ বছরে বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও তারা বিভিন্ন সময় ডাকসু নির্বাচনের উদ্যোগ নিলেও শেষ অবধি আর করা হয়নি। কিন্তু বর্তমান সরকারের উদ্যোগে ডাকসুর সফল নির্বাচন অনুষ্ঠিত হলো যদিও ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে কিন্তু শেষ অবধি ভালভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক জল্পনা-কল্পনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় পেল নির্বাচিত ডাকসুর সকল কেন্দ্রীয় সদস্য। এর ফলে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো এখন উদ্যমী ও সক্রিয় থাকবে। ছাত্রদের অধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে। টাঙ্গাইল থেকে
×