ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ ছাত্র রাজনীতির পালাবদল

প্রকাশিত: ১০:৪২, ৪ এপ্রিল ২০১৯

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ ছাত্র রাজনীতির পালাবদল

দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম বৃহত্তর কলেজ মাদারীপুরের সরকারী নাজিমুউদ্দিন কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে ‘খাজা নাজিমুদ্দিন’ নামানুসারে এবং সরকারীকরণ করা হয় ১৯৭৯ সালে। কলেজটি প্রায় ১৪-১৬টি মতো ডিপার্টমেন্ট রয়েছে। কলেজটি হাজার হাজার ছাত্রছাত্রীরা অধ্যয়নরত। মাদারীপুর জেলার মধ্যে স্বনামধন্য কলেজ হিসেবে পরিচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, দীর্ঘ ৮ বছর যাবত পর্যন্ত শিক্ষার্থীরা ‘নাকসু’ নির্বাচন থেকে বঞ্চিত। কলেজে প্রথম ছাত্রছাত্রী সংসদ নির্বাচন হয় ১৯৫২-১৯৫৩ শিক্ষাবর্ষে এবং শেষ ছাত্রছাত্রী সংসদ নির্বাচন হয়েছিল ২০১০-২০১১ শিক্ষাবর্ষ। প্রত্যেক ছাত্রছাত্রীদের দাবি তাদের নেতা নির্বাচিত করে সমস্ত বঞ্চিত অধিকারগুলো ফিরে পেতে চায় এবং তাদের দাবি-দাওয়া বাস্তবায়ন করতে চায়। নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ঘোষণা অনুযায়ী- ‘প্রত্যেক শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন হতে হবে।’ শিক্ষার্থীরা আশা করে- ‘নাকসু’ নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসবে কলেজের আরও উন্নত শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও উন্নয়নমূলক কাজ, মাদকমুক্ত ক্যাম্পাস ইত্যাদি। অতীতে নাজিমুউদ্দিন কলেজের ছাত্র রাজনীতির গৌরবময় ঐতিহ্য বজায় আছে, ভবিষ্যতে থাকবে। অতীতে নাকসু নির্বাচনে আন্দোলন-সংগ্রাম, সামাজিক-সাংস্কৃতিক কর্মকা-ের নেতৃত্ব দিয়েছিল, ভবিষ্যতে দেবে। অতীতে ‘নাকসু’ নির্বাচনে যে সকল নেতাকর্মীরা নির্বাচিত হয়েছিল তারা আজ সমাজ, রাষ্ট্র, এমনি আন্তর্জাতিক পরিম-লে নেতৃত্ব দিচ্ছে। ‘নাকসু’ নির্বাচন হলে শিক্ষার্থীদের রাজনৈতিক শূন্যতা কেটে যাবে। এই নির্বাচনে মধ্য দিয়ে ভবিষ্যতে ছাত্র নেতৃত্ব সৃজনশীলতা, গঠনমূলক, কর্মকা- বাড়বে এবং নিজেদের নিয়োজিত রাখতে পারবে, যেটা অতীতে হয়ে ও আসছিল। ‘নাকসু’ নির্বাচনে শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করবে। নির্বাচনের মধ্য দিয়ে ছাত্ররা নিজেদের জীবন গঠনের তৎপরতা দেখিয়ে ভবিষ্যতের জন্য যোগ্যতা অর্জন করতে পারবে। ফলে শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে জাতি গঠনের বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। তাই অনতিবিলম্বে সব সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীদের ‘নাকসু’ নির্বাচনে এগিয়ে আসনে, এটাই প্রত্যাশা। সরকারী নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর
×