ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াতের আদর্শগত কোন পার্থক্য নেই ॥ ড. মসিউর

প্রকাশিত: ১১:৩৫, ২ এপ্রিল ২০১৯

বিএনপি-জামায়াতের আদর্শগত কোন পার্থক্য নেই ॥ ড. মসিউর

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, যতই ষড়যন্ত্র-চক্রান্ত করা হোক না কেন শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই। বিএনপি-জামায়াতের মাঝে আদর্শগত কোন পার্থক্য নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ অপশক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। গণঅধিকার দিবস উপলক্ষে ৩১ মার্চ বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মসিউর রহমান এ কথা বলেন। প্রধান অতিথি বলেন, সামরিক শাসনকালে তাদের নির্দেশ উপেক্ষা করে গণতন্ত্র ও অধিকার আদায়ের পক্ষে কাজ করা কঠিন। যেসকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ১৯৭৮ সালে ৩১ মার্চ রাজপথে মিছিল করে অধিকার আদায় করেছেন তাদের জাতীয়ভাবে পুরস্কৃত করা উচিত। ড. মসিউর রহমান বলেন, সমস্যা সম্পর্কে বুঝার চেষ্টা না করলে সমাধান করা যায় না এবং পরিবর্তন কেন করা প্রয়োজন সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না। তাই যে কোন গরমিল সুরাহা করার জন্য সমস্যার গভীরে যেতে হবে। -বিজ্ঞপ্তি
×