ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী পাসপোর্টে ইন্দোনেশিয়া যাওয়ার সময় ৪ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১৪:০০, ১ এপ্রিল ২০১৯

 বাংলাদেশী পাসপোর্টে ইন্দোনেশিয়া  যাওয়ার সময় ৪ রোহিঙ্গা  আটক

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা হয়ে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাবার সময় চারজনকে আটক করা হয়েছে। আগাম তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ধরা হয়। রবিবার দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশ বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করে। আর্মড পুলিশ সূত্র জানায়, রোহিঙ্গা যাত্রী আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬) সকালে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যায়। তাদের দুপুর ১২টা ১৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে (ফ্লাইট নম্বর এমএইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল। সকলেই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে তারা স্বীকার করেছেন। তারা বাংলাদেশী পাসপোর্ট বহন করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×