ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাদ্রিদ যেতে প্রস্তুত সাদিও মানে

পগবাকে খুব পছন্দ জিদানের

প্রকাশিত: ১০:৫৩, ১ এপ্রিল ২০১৯

 পগবাকে খুব পছন্দ জিদানের

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের যুগে নতুন ইতিহাস গড়েন জিনেদিন জিদান। ইতিহাসের প্রথম কোচ হিসেবে টানা তিন আসরে শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন ফ্রান্সের সাবেক এই কিংবদন্তি ফুটবলার। সেটি আবার রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেয়ার প্রথম তিন মৌসুমেই। কিন্তু অসামান্য সেই কীর্তি গড়ার পরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান জিদান। বেশ কিছুটা সময় বিশ্রামে থাকার সিদ্ধান্ত নেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার। কিন্তু গত মাসে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসেন জিনেদিন জিদান। দল যখন ঘোর বিপদে ঠিক তখনই রিয়াল মাদ্রিদের হাল ধরেন তিনি। কোচ হয়ে রিয়াল মাদ্রিদে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই পল পগবার প্রশংসায় পঞ্চমুখ জিদান। রবিবার স্প্যানিশ লা লিগায় হুয়েস্কার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচের আগেই জিদান বলেন, ‘আমি তাকে (পগবা) ব্যক্তিগতভাবেই চিনি। সে অনেক কিছুই নিয়ে আসতে পারে। তার মতো খুব কম ফুটবলারই রয়েছেন যারা নিজেদের সেরাটাই বের করে আনতে পারে। সে এমন একজন মিডফিল্ডার যে জানে কিভাবে ডিফেন্ড করতে হয় এবং কিভাবে প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণ করতে হয়।’ তবে এই মুহূর্তে পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেডের। যে কারণেই আর না এগিয়ে থেমে গেছেন জিনেদিন জিদান। তবে পগবার মাদ্রিদে আসার সম্ভাবনা মোটেও উড়িয়ে দেননি রিয়াল কোচ। তিনি বলেন, ‘সে এখন আমার খেলোয়াড় নয়। সে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের। সে সবসময়ই বলে এসেছে-ম্যানচেস্টার ইউনাইটেডের পর মাদ্রিদের প্রতিই বেশি আগ্রহী। তাই ম্যানচেস্টারে যখন তার চুক্তির মেয়াদ শেষ হবে কেন মাদ্রিদে আসবে না সে?’ এমন প্রশ্নও রেখেছেন জিনেদিন জিদান। দীর্ঘ ৯ মাসেরও বেশি সময় বাইরে থাকার পর বেশ কিছু শর্ত-সাপেক্ষেই আবারও রিয়ালে ফিরেন জিনেদিন জিদান। অনুসন্ধানে জানা যায়, ৬টি শর্ত দিয়েছিলেন জিদান। তার এই ছয় শর্ত মানা হলেই কেবল রিয়ালের কোচ হিসেবে ফিরে আসতে রাজি হবেন তিনি। শেষ পর্যন্ত তার দেয়া ৬ শর্ত রিয়াল প্রেসিডেন্ট মানতে রাজি হওয়ার পরই বার্নাব্যুতে পুনরায় আসার সিদ্ধান্ত পাকা করেন জিদান। জিদানের ৬ শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, দলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। একাদশ বাছাই, দল পরিচালনা-সর্বক্ষেত্রে একক নিয়ন্ত্রণ থাকবে কোচের। এখানে অন্যকারও হস্তক্ষেপ থাকবে না। খেলোয়াড় বেচা-কেনার পূর্ণ স্বাধীনতা থাকবে জিদানের ওপরই। তাই পগবাকে যদি রিয়াল মাদ্রিদে কিনে নেন জিদান তাতে অবাক হওয়ার কিছুই নেই। এদিকে বার্সিলোনার সাবেক মিডফিল্ডার অরিওল রোমিও’র মতে সাদিও মানে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে প্রস্তুত। মার্কাকে দেয়া এক সাক্ষাতকারে এ বিষয়ে তিনি বলেন, ‘সে লিভারপুল ছেড়ে মাদ্রিদে যেতে প্রস্তুত। আক্রমণভাগে মাদ্রিদ এখন দুর্বল। আর সে এমন একজন খেলোয়াড় যে এই দুর্বল জায়গাটাকেই শক্তিশালী করতে পারবে। রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতিও পরিবর্তন করার যোগ্যতা রাখে মানে। সে হয়তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো তারকা গোলস্কোরার নয় তবে আক্রমণভাগে বৈচিত্র্য আনতে পারে। লিভারপুলেও এখন দুর্দান্ত খেলছে মানে। গোলের সামনে এই মৌসুমে দারুণ উপভোগ করছে সে।’২০১৬ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন সাদিও মানে। এই অল্প সময়ের মধ্যেই নিজেকে ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ সারির একজন উইঙ্গারে পরিণত করেছেন তিনি। সেনেগালের এই লিভারপুল তারকা এই মৌসুমেও দুর্বারগতিতে ছুটছেন। ইতোমধ্যেই অলরেডদের জার্সিতে ১৭ গোল করেছেন তিনি। এই মৌসুমে প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৯ গোল করে সবার ওপরে অবস্থান করছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো।
×