ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প শুরু

প্রকাশিত: ১১:৫১, ৩০ মার্চ ২০১৯

 বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-এর আসর। স্পেলবাউন্ড লিও বানেটের প্রস্তাবনার আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রথমবারের মতো সারাদেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে এই গেমসের আয়োজন করছে। শুক্রবার সকালে ম্যারাথন ও সাইক্লিং প্রতিযোগিতার মাধ্যমে রাজধানীর হাতিরঝিলের এফ্লিথিয়েটারে মাসব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পুরুষদের ম্যারাথনে প্রথম হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাহফুজুল হক, মেয়েদের ম্যারাথনে প্রথম হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তামান্না আকৃতি, ছেলেদের সাইক্লিংয়ে প্রথম হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাফিজউদ্দিন, মেয়েদের সাইক্লিংয়ে প্রথম হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্বা বিশ্বাস।
×