ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে বাবা নিহত ॥ মেয়ে আহত

প্রকাশিত: ০৯:১৬, ৩০ মার্চ ২০১৯

 কোটচাঁদপুরে ট্রেনে  কাটা পড়ে বাবা  নিহত ॥ মেয়ে  আহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ মার্চ ॥ কোটচাঁদপুর উপজেলার সোয়াদী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মোঃ আকিদুল ইসলাম (২৭) নিহত ও তার আড়াই বছরের শিশু কন্যা আঁখি আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আকিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার পাকা গ্রামের মোরাদ সরদারের ছেলে। কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, বাবা মেয়ে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর বাজারে যাচ্ছিল। সোয়াদী রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে সৈয়দপুরগামী আন্তঃনগর ট্রেন রূপসার নিচে কাটা পড়ে। আকিদুল ঘটনাস্থলে মারা যায়। মেয়ে আঁখিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর আড়াই শ’ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। সোয়াদী রেলক্রসিংয়ে কোন গেট বা গেটম্যান নেই। টাঙ্গাইলে অটোরিক্সা চালক নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, ট্রেনের ধাক্কায় শামীম মিয়া (৩২) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর সদর উপজেলার গড়াশিন কুমুল্লী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শামীম সদর উপজেলার ঢেইলী করটিয়া এলাকার আমির হোসেনের ছেলে। টাঙ্গাইল রেলস্টেশন মাস্টার সোহেল খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ওই অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
×