ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় ঠিকাদার হত্যার ঘটনায় আটক তিন

প্রকাশিত: ০৯:১৩, ৩০ মার্চ ২০১৯

 খুলনায় ঠিকাদার হত্যার ঘটনায় আটক তিন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান বালা হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোন মামলা হয়নি। তবে এই হত্যাকান্ডের নেপথ্যে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। নিহত বালার ছোট ভাই যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা প্রয়াত এস এম মেসবা হোসেন বুরুজের ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্ত্রী ও তার পরিবারের। আর এ ঘটনার পেছনে বুরুজের স্ত্রীর সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ তাদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টির তদন্ত শুরু করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে নিহত মিজানুর রহমান বালার ছোটভাই প্রয়াত বুরুজের স্ত্রী সাবিহা খাতুন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সোনাসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে পুলিশের পক্ষ থেকে কোন তথ্য দেয়া হয়নি। গত বুধবার রাতে নগরীর মুসলমানপাড়ার নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান বালা। নিহতের পরিবারের একাধিক সদস্য অভিযোগ করে বলেন, পারিবারিক ও ব্যবসায়িক কারণে মিজানুর রহমান বালাকে হত্যা করা হয়েছে। নিহত বালার স্ত্রী সারা রহমান অভিযোগ করেন, তার দেবর এসএম মেজবাহ হোসেন বুরুজের মৃত্যুর পর তার স্বামীই ঠিকাদারি ও ব্যবসা পরিচালনা করতেন। এ নিয়ে বুরুজের স্ত্রী সাবিহা খাতুনের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এরই জের ধরে সাবিহা খাতুনই সন্ত্রাসীদের দিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এর আগে গত বছরের ২০ নবেম্বর বুরুজের স্ত্রী সাবিহা সন্ত্রাসী দিয়ে তার স্বামীর ওপর হামলা চালিয়েছিল। কিন্তু পারিবারিক কারণে তখন উক্ত ঘটনায় আমরা থানায় কোন মামলা করিনি। তারপরও স্ত্রী সাবিহা খাতুন আমার স্বামীকে ‘দেখে নেয়ার’ হুমকি দিয়ে আসছিল। তিনি এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।
×