ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘সবাইকে জঙ্গীবাদ ও মাদক থেকে মুক্ত থাকতে হবে’

প্রকাশিত: ১১:০৭, ২৮ মার্চ ২০১৯

‘সবাইকে জঙ্গীবাদ ও মাদক থেকে মুক্ত থাকতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ দেশকে জঙ্গীবাদ ও মাদকমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এদিকে র‌্যাবের অভিযানে মাদক বিক্রির দুই লাখ টাকা এবং ৭৭ কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। যার মধ্যে তিন জনই নারী মাদক ব্যবসায়ী। বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস্ েবাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ এ আহ্বান জানান। অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশের প্রথম আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আবদুল খালেকের সহধর্মিণী সেলিনা খালেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, সবাইকে জঙ্গীবাদ ও মাদক থেকে মুক্ত থাকতে হবে। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের জঙ্গীবাদ ও মাদকমুক্ত থাকার শিক্ষা দিতে হবে। আইজিপি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছে। বঙ্গবন্ধুর এ প্রেরণা শুধু পুলিশ নয়, সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। তখন প্রতিটি মানুষ একই সূত্রে গাঁথা হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু আমাদের মাঝে স্বাধীনতার বীজ বপন করেছেন। তিনি আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধু প্রগাঢ়ভাবে বাঙালী জাতিকে ভালবাসতেন। তাদের নিয়ে চিন্তা করতেন। বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা অসমাপ্ত থেকে যাবে।
×