ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারফেস হাব ২এস মডেল উন্মোচন

প্রকাশিত: ১১:০৬, ২৮ মার্চ ২০১৯

সারফেস হাব ২এস মডেল উন্মোচন

কর্মক্ষেত্রে ব্যবহারের ডিভাইস উন্মোচনের লক্ষ্যে প্রেস ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট। আগামী ১৭ এপ্রিল নিউইয়র্ক সিটিতে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। মাইক্রোসফটের সঙ্গে এই ইভেন্টে অংশ নিচ্ছে স্টিলকেইস। ভবিষ্যতে অফিসগুলোর চালিকাশক্তি যাতে সারফেস ডিভাইস হয় সে লক্ষ্যে স্টিলকেইসের সঙ্গে অংশীদারিত্ব করেছে সফটওয়্যার প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে নতুন সারফেস হাব ২এস-এর পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। আগের বছরই সারফেস হাব ২ উন্মোচন করেছে মাইক্রোসফট। সেসময় বলা হয়, ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে ২এস মডেল উন্মোচন করা হবে। প্রতিষ্ঠানের ৫০ ইঞ্চি পর্দার এই সারফেইস ডিভাইসটিতে রিমুভএবল হার্ডওয়্যার সুবিধা থাকবে। ফলে ভবিষ্যতে ডিভাইসটি আপগ্রেড করতে পারবেন গ্রাহক। এছাড়া ২০২০ সালে সারফেস হাব ২এক্স আপগ্রেড কার্টিজ আনার কথা রয়েছে মাইক্রোসফটের। এর মাধ্যমে ডিভাইসটি প্রয়োজন মতো ঘোরানো যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবারের অনুষ্ঠানে নতুন সারফেস ডিভাইসের পাশাপাশি স্টিলকেসের সঙ্গে অফিসের জন্য কিছু ব্যতিক্রমী আসাবাবপত্র এবং সারফেস এ্যাকসেসোরিও উন্মোচন করা হতে পারে।-ওয়েবসাইট
×