ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দোলেশ্বরকে হারিয়ে দুইয়ে উঠল মোহামেডান

প্রকাশিত: ০৯:৪৩, ১৬ মার্চ ২০১৯

 দোলেশ্বরকে হারিয়ে দুইয়ে উঠল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচ জিতেছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। অবশেষে তৃতীয় ম্যাচে এসে পরাজয় দেখল দলটি। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ বলের নাটকীয়তায় তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ১ উইকেটে পরাজিত হয়। এর ফলে চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড নেট রানরেটে এগিয়ে থাকায় আছে শীর্ষস্থানে। এছাড়া চলতি লীগে প্রথম জয় পেয়েছে নবাগত বিকেএসপি। তারা ফতুল্লায় ২০ রানে হারিয়ে দেয় দীর্ঘদিন পর প্রিমিয়ার লীগে ফেরা উত্তরা স্পোর্টিং ক্লাবকে। আর বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩ উইকেটে পরাজিত করেছে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। মিরপুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪৮ রান তোলে দোলেশ্বর। পঞ্চম উইকেটে মার্শাল আইয়ুব ও তাইবুর রহমানের ১১৭ রানের জুটিতে তারা এ সংগ্রহ পায়। মার্শাল ৭৬ বলে ৩ চার, ২ ছক্কায় ৬৮ ও তাইবুর ৮৩ বলে ৬ চার, ১ ছক্কায় অপরাজিত ৭২ রান করেন। মোহামেডানের হয়ে ৩টি করে উইকেট নেন শফিউল ইসলাম ও আলাউদ্দিন বাবু। জবাবে খেলতে নেমে ১২৫ রানেই ৭ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে পড়েছিল মোহামেডান। কিন্তু সোহাগ গাজী ৮ নম্বরে নেমে মাত্র ৫১ বলে ৩ চার, ৬ ছক্কায় ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেললে শেষ ওভারে ৩ রানের প্রয়োজন পড়ে। আরাফাত সানি প্রথম ৫ বলে মাত্র ১ রান দিলে শেষ বলে ২ রানের প্রয়োজন পড়ে। শফিউল চার হাঁকিয়ে মোহামেডানকে বিজয়ী করেন। দোলেশ্বরের হয়ে ফরহাদ রেজা ৫৫ রানে ৪টি এবং সা’দ নাসিম ও সৈকত আলী ২টি করে উইকেট নেন। সোহাগ ম্যাচসেরা হন। এদিকে ফতুল্লায় আগের দুই ম্যাচে পরাস্ত বিকেএসপি প্রথম ব্যাট করে ৮ উইকেটে ২০১ রান তোলে। ওপেনার মাহমুদুল হাসান জয় ৮৯ বলে ৭ চারে ৬৬ এবং আমিনুল ইসলাম ৪৩ বলে ১ চারে ৩৩ রান করেন। উত্তরার হয়ে দু’টি করে উইকেট নেন নাহিদ হাসান ও আব্দুল গাফফার। জবাবে ৪৯ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় উত্তরা। দলের পক্ষে পাকিস্তানী ক্রিকেটার রাজা আলী দার ৮৩ বলে ৫১ ও শাখির হোসেন ৬৪ বলে ৩ চার, ১ ছক্কায় ৫০ রান করেন। সুমন খান ৪১ রানে নেন ৪ উইকেট। এছাড়া হাসান মুরাদ ও আবু নাসের দু’টি করে উইকেট পান। ২০ রানে হেরে যায় উত্তরা। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় খেলাঘর। মাহিদুল হাসান অঙ্কন ১১৭ বলে ৫ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ৫৭ রান করেন।
×