ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে প্রতিমন্ত্রী

গত বছর বিমানে লোকসান ২০১ কোটি টাকা

প্রকাশিত: ০৯:৩১, ১১ মার্চ ২০১৯

  গত বছর বিমানে  লোকসান ২০১ কোটি টাকা

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের গত অর্থবছরে (২০১৭-১৮) আয় হয় ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ এক অর্থবছরে বিমানে লোকসান হয়েছে ২০১ কোটি ৪৭ লাখ টাকা। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। সংসদে বিগত তিন অর্থবছরে বিমানের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থ বছরে বিমানে আয় ৪ হাজার ৫৫১ কোটি ৫২ লাখ, ব্যয় হয় ৪ হাজার ৫০৪ কোটি ৭৭ লাখ। অর্থাৎ ওই অর্থবছরে ৪৭ কোটি ৭৬ লাখ টাকা লাভ হয়। একইভাবে ২০১৫-১৬ অর্থবছরে ৪ হাজার ৯৬৫ কোটি ৫৩ লাখ টাকায় আয় হয়, তার বিপরীতে ব্যয় হয় ৪ হাজার ৭৩০ কোটি ৩ হাজার টাকা। অর্থাৎ এ অর্থবছরে লাভ হয়েছে ২৩৫ কোটি ৫০ লাখ টাকা। তার আগের অর্থবছর অর্থাৎ ২০১৪-১৫ অর্থ বছরে আয় ৪ হাজার ৬৯৪ কোটি ৮০ লাখ টাকা আয়ের বিপরীতে ব্যয় হয় ৪ হাজার ৪১৮ কোটি ৮১ লাখ টাকা।
×