ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেরপুরে নির্মিত হচ্ছে জাতির জনকের ম্যুরাল

প্রকাশিত: ০৯:১৩, ১১ মার্চ ২০১৯

 শেরপুরে নির্মিত হচ্ছে  জাতির জনকের  ম্যুরাল

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ মার্চ ॥ এবার শেরপুর জেলা প্রশাসক কার্যালয় অঙ্গনে নির্মাণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। জেলা প্রশাসনের উদ্যোগে ওই ম্যুরাল নির্মাণের কাজ করছেন শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমির চারুকলার শিক্ষক হারুন অর রশীদ। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আগে এটির নির্মাণ কাজ শেষ করতে চলছে তোড়জোড়। জানা যায়, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের আগ্রহে কালেক্টরেট ভবন অঙ্গনের পূর্ব পাশে স্থাপিত ৩৫ ফুট বেদির ওপর নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের ওই ম্যুরাল। আগামী ১৭ মার্চ তার জন্মবার্ষিকী উপলক্ষে উদ্বোধন করার বিষয়টি মাথায় রেখেই চলছে ম্যুরালের পূর্ণাঙ্গ কাজ। ইতোমধ্যে ম্যুরালের প্রায় ৯০ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। কালেক্টরেট ভবন অঙ্গনের ফুল বাগানের পাশে পরিচ্ছন্ন জায়গায় ওই ম্যুরালটি নির্মিত হওয়ায় খোদ অঙ্গনটিই যেন আলোকিত হয়ে উঠছে। যাতায়াতকারী-আগন্তুকসহ অনেকেরই দৃষ্টি কাটছে ম্যুরালটি।
×