ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিমানের ক্যাজুয়াল নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি চান

প্রকাশিত: ০৯:৪৯, ৯ মার্চ ২০১৯

বিমানের ক্যাজুয়াল নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি চান

স্টাফ রিপোর্টার ॥ বিমানের নারীরা আবারও তাদের ক্যাজুয়াল নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির জন্য জোর দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে এ দাবি জানান তারা। শুক্রবার বিমানের সিবিএ অফিস প্রাঙ্গণে সভাপতি মশিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমানের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তসলিমা আকতার, জিএম আজরা, ডিজিএম নিপু, ডিজিএম রাশেদা ও সিবিএ সাধারণ সম্পাদক মন্তাছার রহমানসহ অন্যরা। এ সময় তাদের প্রধান দাবি ছিল ক্যাজুয়াল নারী শ্রমিকদের মাতৃত্বকালীন বেতন ভাতাদি চালু করা, নারীদের জন্য নিরাপদ টয়লেট ব্যবস্থা, ড্রেস চেঞ্জ করার উপযোগী পরিবেশ ও কর্মস্থলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। এর আগে সকালে কয়েক শতাধিক নারীর অংশগ্রহণের বিশাল এক র‌্যালি বিমানবন্দর এলাকা প্রদক্ষিণ করে। আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করেন সিবিএ নেতৃবৃন্দ।
×