ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

বিএনপি-জামায়াত গায়েবী শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চেয়েছিল

প্রকাশিত: ১১:১১, ৭ মার্চ ২০১৯

বিএনপি-জামায়াত গায়েবী শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চেয়েছিল

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ১৪ দলের নেতারা ভুলভ্রান্তি ও অনৈক্যের সুযোগে স্বাধীনতাবিরোধী অপশক্তি আর যাতে ছোবল মারতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নয়, বিএনপি-জামায়াত তথা জাতীয় ঐক্যফ্রন্ট গায়েবী শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চেয়েছিল। নির্বাচন ভণ্ডুল করে দেশে অস্বাভাবিক সরকার আনতে চেয়েছিল। কিন্তু দেশের জনগণ ব্যালট বিপ্লব ঘটিয়ে তাদের সকল ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বুধবার রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, সরকারী দলের সদস্য শেখ তন্ময়, নার্গিস রহমান ও বিরোধী দল জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী।
×