ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বড় বিনিয়োগ প্রস্তাব নিয়ে সৌদি প্রতিনিধি দল আজ আসছে

প্রকাশিত: ১০:৩৪, ৬ মার্চ ২০১৯

বড় বিনিয়োগ প্রস্তাব নিয়ে সৌদি প্রতিনিধি দল আজ আসছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বড় অঙ্কের বিনিয়োগ প্রস্তাব নিয়ে সৌদি আরবের ৩৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ বুধবার ঢাকা আসছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মনোনীত ৩৪ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মেদ আল তোয়াইজরি এবং বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি। এছাড়া সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ও পাবলিক ইনভেস্টমেন্ট-বিষয়ক উচ্চপর্যায়ের কর্মকর্তারাও থাকছেন প্রতিনিধি দলে। তাদের সফরটি হবে একদিনের। আগামীকাল বৃহস্পতিবার রাতে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এবারের সফরে প্রতিনিধি দলটি অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। সরকারের পক্ষ থেকে এ সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে সৌদি আরর বাংলাদেশের ২৫ প্রকল্পে অন্তত পাঁচ থেকে আট বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। মূলত কৃষিভিত্তিক শিল্প, খাদ্য ও প্রক্রিয়াজাত খাদ্য, বস্ত্র ও পোশাক, চামড়া, পেট্রো-রাসায়নিক, প্রকৌশল ও সেবা খাতে সৌদি বিনিয়োগ আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশে উচ্চপর্যায়ের সৌদি আরবের প্রতিনিধি দল আসছে। আমরা তাদের বেশ কয়েকটি খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানাবো। আমরা আশা করছি তারা বাংলাদেশে বড় ধরনের একটি বিনিয়োগ নিয়ে আসছে। জানা গেছে, বাংলাদেশে তেল পরিশোধনাগার নির্মাণের জন্য বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি এ্যারামকো। এর আগে গত বছরের অক্টোবর মাসে সৌদি আরব সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরের সময় তিনি সৌদি সরকারের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া সৌদি বিনিয়োগকারীদের সঙ্গেও প্রধানমন্ত্রী পৃথক একটি বৈঠকে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ চাওয়া হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবের বিনিয়োগকারীরা এখন বাংলাদেশমুখী হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
×