ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেস্টের ভবিষ্যত নিয়ে আশাবাদী রিচার্ডসন

প্রকাশিত: ১০:৪৯, ২ মার্চ ২০১৯

 টেস্টের ভবিষ্যত নিয়ে আশাবাদী রিচার্ডসন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে ‘মৃতপ্রায়’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু এবার উল্টো সুরে কথা বললেন আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন। টি২০’র উত্থানে কি টেস্ট ক্রিকেট তার জৌলুস হারাচ্ছে? শশাঙ্ক মনোহর বলেছিলেন যে মানুষের আর সময় নেই পাঁচদিন ধরে টেস্ট ক্রিকেট দেখার। টেস্ট ক্রিকেট মৃতপ্রায় বলেও মন্তব্য করেন তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্ব তুলে ধরে রিচার্ডসন বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে টেস্ট ক্রিকেট বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। যেই খেলুক না কেন, আগ্রহ থাকবে সবার। মনোহর সেটাই বলতে চেয়েছেন। যে টেস্ট ক্রিকেটের এই প্রমোশনের প্রয়োজন ছিল।’ তিনি আরও যোগ করেন, ‘১০-২০ বছর আগে মানুষ যেভাবে টেস্ট ক্রিকেট দেখতো এখন আর সেইভাবে দেখে না। তবে টেস্টকে মৃতপ্রায় বলে মনে করি না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্টকে আরও প্রাসঙ্গিক করে তুলবে, আগ্রহ বাড়াবে।’ গত বছর আইসিসি’র সমীক্ষা থেকে পাওয়া সংখ্যার ভিত্তিতে মনোহরের উল্টো সুরে মন্তব্য করলেন রিচার্ডসন। তবে শশাঙ্কের পুরোপুরি বিরোধিতা যে তিনি করছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন আইসিসি’র সিইও। রিচার্ডসনের বক্তব্য, ‘মনোহর বোঝাতে চেয়েছেন যে টেস্ট ক্রিকেটে আরও তাৎপর্য আনা দরকার। অনেক ক্ষেত্রেই এমন সিরিজ হয়, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে যার কোন আকর্ষণ থাকে না।’
×