ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ভাসানী ভার্সিটির হল থেকে অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৯:১৪, ১ মার্চ ২০১৯

টাঙ্গাইলে ভাসানী ভার্সিটির হল থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ ফেব্রুয়ারি ॥ টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের একটি আবাসিক হলের চার ছাত্রলীগ নেতার দখলে থাকা একটি কক্ষ থেকে ২টি দেশীয় তৈরি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দ্বিতীয় তলার ২১৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২১৪ নম্বর কক্ষে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই কক্ষের লকারের ‘খ’ নম্বর লকার থেকে হলুদ কাপড়ের ব্যাগে রাখা ২টি দেশীয় তৈরি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পাশাপাশি ২১৫ নম্বর কক্ষে অভিযান চালিয়ে একটি রক্তমাখা সাদা চেক শার্ট উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযানের সময় কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল, বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের ডিন ড. এসএম সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত প্রক্টর আওরঙ্গজেব আকন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মোহাম্মদ নুরুল ইসলাম, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ড. পিনাকী দে প্রমুখ।
×