ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চৌগাছায় চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা ॥ আরও ৩ প্রার্থীর দৌড়ঝাঁপ

প্রকাশিত: ০৯:১৪, ১ মার্চ ২০১৯

চৌগাছায় চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা ॥ আরও ৩ প্রার্থীর দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সারাদেশের সঙ্গে উপজেলা নির্বাচনী হাওয়া বইছে যশোরের চৌগাছা উপজেলাতেও। খুলনা বিভাগের প্রায় সবকটি উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ঘোষিত হলেও যশোরের ৮টি উপজেলায় এখনও তা ঘোষণা হয়নি। যশোর জেলার ৮টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ চতুর্থ পর্বে। আজ ১ মার্চ এই উপজেলাগুলোর দলীয় মনোনয়ন ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় পর্যায়ে গত ২৮ জানুয়ারি প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলের নেতাদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে এককভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। বাছাই প্রার্থী তালিকা কেন্দ্রীয় মনোনয়ন কমিটির নিকট নিকট রয়েছে। তবে, দলীয় মনোনয়ন পেতে জোর তদবিরসহ প্রচার চালিয়ে যাচ্ছেন আরও তিন জন। এরমধ্যে রয়েছে ১নং ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয়, স্থানীয় আওয়ামী লীগের আর এক নেতা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা নির্বাচনে কে পেতে যাচ্ছেন দলীয় নৌকা প্রতীক তা নিয়ে যেমন উৎকণ্ঠার শেষ নেই তেমনি যোগ্য নেতা মনোনয়ন না পেলে কী হবে নির্বাচন ও নির্বাচনোত্তর রাজনৈতিক পরিবেশ তা নিয়েও আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক শিবিরেও চলছে চুলচেরা বিশ্লেষণ। দলের প্রার্থিতা বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার জানান, মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। নির্বাচন উপলক্ষে বিগত একবছর আগে থেকেই তিনি নানা পরিকল্পনা গ্রহণের পাশাপাশি প্রস্তুতি নিয়েছেন। শুধু দলীয় সিদ্ধান্ত বাকি রয়েছে। আশা করছি তৃণমূলের মতামত উপেক্ষিত হবে না। সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তোতা মিয়া জানান, হাবিবুর রহমান একজন বর্ষীয়ান নেতা। তার হাত ধরেই অত্র উপজেলায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। রাজপথে লড়াই সংগ্রাম, হামলা, মামলার শিকার হয়েও তিনি দলটিকে শক্ত হাতে তৃণমূল পর্যন্ত নিয়ে গেছেন। উপজেলায় শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য। চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তিনিই যোগ্য। এ বিষয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ১৯৭৭ সাল থেকে তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এস এম হাবিব এলাকার মাটি ও মানুষের নেতা। তৃণমূল পর্যন্ত তার দলের সম্পর্ক রয়েছে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি ‘ফিট’। দল মনোনয়ন দিলে তিনিই বিজয় লাভ করবেন বলে আমার বিশ্বাস। বর্তমান জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, এস এম হাবিব মাটি ও মানুষের নেতা। এ উপজেলার প্রতিটি মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক। তিনি চৌগাছার প্রতিটি অলিতে-গলিতে বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে গেছেন। তিনি দলের মনোনয়ন পেলে শতভাগ জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ১নং ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এজন্য তিনি কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এছাড়া বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও চৌগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশিষ মিশ্র জয় এলাকায় গণসংযোগ করছেন। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। তিনিও এলাকায় গণসংযোগের পাশাপাশি কেন্দ্রে যোগাযোগ করছেন।
×