ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের প্রাথমিক আবেদন ও নিশ্চয়ন

প্রকাশিত: ১১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের প্রাথমিক আবেদন ও নিশ্চয়ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী ইতিপূর্বে অনলাইন প্রাথমিক আবেদন করতে পারেনি, সে সকল শিক্ষার্থী আগামী ৪ মার্চ বিকেল ৪টা থেকে ১৩ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে শেষবারের মতো ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন করতে পারবে। উল্লেখ্য, ২য় পর্যায়ে আবেদনকারীদের নতুন করে কোন মেধা তালিকা দেয়া হবে না, মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট ww(w.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। জলঢাকায় পাঁচ ক্লিনিকের জরিমানা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিভিন্ন অনিয়ম-অসঙ্গতির কারণে ভ্রাম্যমাণ আদালত জলঢাকা উপজেলা শহরের পাঁচ ক্লিনিকের জরিমানা করেছে। মঙ্গলবার রাতে র‌্যাবের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলার নেতৃত্বে ওই ৫টি ক্লিনিকে অভিযান চালায়। সংশ্লিষ্ট সূত্র মতে অভিযানে ডে-নাইট ক্লিনিক ৪০ হাজার, সততা ক্লিনিক ৫ হাজার, স্কয়ার ক্লিনিক ৫ হাজার, আল-আমিন ক্লিনিক ৫ হাজার ও জলঢাকা জেনারেল হাসপাতালের ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট ডাঃ মাহবুব হাসান, জোহরা সুলতানা যুথী, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার এএসপি নাজমুস সাকিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকী।
×