ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবাহনীর বিদায়

প্রকাশিত: ১১:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

আবাহনীর বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের টি২০ আসর থেকে বিদায় নিয়েছে আবাহনী লিমিটেড। দলটি বুধবার প্রাইম ব্যাংকের কাছে ৪৯ রানে হেরে বিদায় নিয়েছে। ওপেনার রুবেল মিয়ার ৭৬ রানের অসাধারণ ইনিংসে আবাহনীকে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মঙ্গলবারই শাইনপুকুর ক্রিকেট ক্লাব ‘সি’ গ্রুপ থেকে শেষ চারে সবার আগে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার ‘বি’ গ্রুপ থেকে ইলিয়াস সানির (২/১১) দুর্দান্ত বোলিংয়ে উত্তরা স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে ৪ রানে হারিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও সেমিফাইনালে উঠেছে। আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচ ॥ দুই দলই একটি করে ম্যাচ জিতে থাকায় যে দলই জিততো তারাই সেমিফাইনালে খেলতো। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এসে আবাহনীকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৬ রান করে প্রাইম ব্যাংক। দুই ওপেনার এনামুল হক বিজয় ও রুবেল মিয়া যে ৬৭ রানের জুটি গড়েন সেখানেই বড় স্কোর গড়ার ভিত জন্মায়। শেষ পর্যন্ত রুবেলের ৫৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় করা ৭৬ রানের ইনিংসে ১৮০ রানের কাছে চলে যায় প্রাইম ব্যাংক। এই রান করতে গিয়ে মোহর শেখ (৩/২৬) ও অলক কাপালীর (৩/২২) বোলিং তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, রুবেল হোসেনদের দল আবাহনী ১২৭ রান করতে পারে। রুবেল হোসেন আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩৬ রান করতে পারেন। স্কোর ॥ প্রাইম ব্যাংক ইনিংস- ১৭৬/৬; ২০ ওভার (রুবেল মিয়া ৭৬, বিজয় ৩৭, আরিফুল ২১; সাইফউদ্দিন ১/২০)। আবাহনী ইনিংসÑ ১২৭/৯; ২০ ওভার (রুবেল ৩৬, মোসাদ্দেক ১৭; কাপালী ৩/২২, মোহর ৩/২৬)। ফল ॥ প্রাইম ব্যাংক ৪৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ রুবেল মিয়া (প্রাইম ব্যাংক)। শেখ জামাল-উত্তরা স্পোর্টিং ম্যাচ ॥ অল্পের জন্য বাদ পড়া থেকে বেঁচে গেছে শেখ জামাল। হারলেই বিদায়। ফতুল্লায় এমন ম্যাচে উত্তরা স্পোর্টিংকে হারিয়েছে। বৃষ্টিতে শেখ জামাল ৮ ওভার ব্যাটিং করতে পারে। ৫ উইকেট হারিয়ে ৭২ রান করে। ফারদিন হাসান ২৫ রান করেন। সাজ্জাদ হোসেন ৩ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে উত্তরা স্পোর্টিং জয়ের একেবারে কাছাকাছি চলে যায়। বৃষ্টিতে তাদের সামনে ৭ ওভারে জিততে ৬৪ রানের টার্গেট পড়ে। এই রান করতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ৭ ওভারে ৫৯ রান করতে পারে উত্তরা স্পোর্টিং। ইলিয়াস সানি ২ ওভার বল করে ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। স্কোর ॥ শেখ জামাল ইনিংস- ৭২/৫; ৮ ওভার (ফারদিন ২৫, ইমতিয়াজ ১২; সাজ্জাদ ৩/৮)। উত্তরা স্পোর্টিং- ৫৯/৫; ৭ ওভার (ইমন ১৩, মুহাইমেনুল ১২*; ইলিয়াস ২/১১)। ফল ॥ শেখ জামাল বৃষ্টি আইনে ৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ইলিয়াস সানি (শেখ জামাল)।
×