ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নারী ফুটবল একাডেমির ঘোষণা দিলেন রুহুল আমিন

ফুটবল উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা

প্রকাশিত: ১১:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

ফুটবল উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল ্এ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) আয়োজনে ও সাইফ পাওয়ার ব্যাটারির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের (প্রস্তাবিত) আটটি বিভাগের ৪৫ দিনব্যাপী প্রস্তুতি ক্যাম্প একই সঙ্গে আটটি বিভাগে শুরু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে চট্টগ্রাম বিভাগের প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডিডিএফএ মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন। এ সময় তিনি চট্টগ্রামে একটি নারী ফুটবল একাডেমি চালুর ঘোষণা দেন। উল্লেখ্য, নীলফামারীতে রংপুর বিভাগের, হবিগঞ্জে সিলেট বিভাগের, নাটোরে রাজশাহী বিভাগের, বরগুনায় বরিশাল বিভাগের, নড়াইলে খুলনা বিভাগের, নেত্রকেনায় ময়মনমিংহ বিভাগের ও ফরিদপুরে ঢাকা বিভাগের প্রশিক্ষণ ক্যাম্প চালু হয়েছে। বিডিডিএফএ মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘দেশের প্রতিটি সেক্টর যখন এগিয়ে চলছে তখন ফুটবল পিছিয়ে থাকতে পারে না, আমরা ফুটবল উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছি, আমাদের এ টুর্নামেন্ট থেকে আশাকরি বেরিয়ে আসবে বেশ কিছু উচ্চ মানসম্পন্ন খেলোয়াড়’। বিডিডিএফএ মহাসচিব আরও বলেন, ‘নারী ফুটবল নিয়েও কাজ করতে চাই। কারণ সেখানে রয়েছে উজ্জ্বল সম্ভবনা, চট্টগ্রামে নারী ফুটবল একাডেমি চালুর ঘোষণা দেয়া হলো। পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগে বিডিডিএফএ নারী ফুটবল একাডেমি চালু করা হবে। দেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইব আমরা’। অনুষ্ঠানে বিডিডিএফএ সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দীন মোঃ আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলি আব্বাসসহ চট্টগ্রাম ডিএফএ, ডিএসএ কর্মকর্তা ও চট্টগ্রামের সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
×