ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাজমুল হুদাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১০:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

নাজমুল হুদাকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১০ বছর আগের এক মামলায় বিএনপি আমলের মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণ কাজে দুর্নীতি অভিযোগে বুধবার সকাল ১০টায় দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে হুদাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। দুদক সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০০৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ছয় লাখ টাকা ঘুষ নেয়ার এক মামলায় ২০০১-২০০৬ মেয়াদের বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত কাজ দীর্ঘদিন স্থগিত ছিল।
×