ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরেকটি ফাইনালে কেভিতোভা

প্রকাশিত: ১১:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

আরেকটি ফাইনালে কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের শুরু থেকেই চমকপ্রদ পারফর্ম করছেন পেত্রা কেভিতোভা। শুক্রবার দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও টেনিসপ্রেমীদের দারুণ এক ম্যাচ উপহার দিয়েছেন তিনি। প্রথম সেট হেরে গিয়েও বাকি দুই সেট জিতে দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকেট নিশ্চিত করেন চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড়। শেষ চারের ম্যাচে এদিন তিনি ৩-৬, ৬-২ এবং ৬-৪ গেমে পরাজিত করেন সিয়েহ সু-উইকে। এর ফলে চলতি মৌসুমে খেলা ২০ ম্যাচের ১৭টিতেই জয়ের দেখা পেয়েছেন পেত্রা কেভিতোভা। দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার প্রতিপক্ষ বেলিন্ডা বেনচিচ। সুইজারল্যান্ডের এই টেনিস তারকাও দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ চারে তিনি ইউক্রেনের এলিনা সিতলিনাকে পরাজিত করে এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালে সাবেক এক নম্বর খেলোয়াড় রোমানিয়ার সিমোনা হ্যালেপকেও বিদায় করেন তিনি। দুবাইয়ের সেমিফাইনালে বেনচিচ ৬-২, ৩-৬ এবং ৭-৬ (৭/৩) গেমে পরাজিত করেন এলিনা সিতলিনাকে। বিশ্ব টেনিসের আলোচিত নাম পেত্রা কেভিতোভা। দুটি গ্র্যান্ডস্লাম জিতেছেন তার সুদীর্ঘ ক্যারিয়ারে। দুটিই আবার উইম্বলডনে। এছাড়াও তার জীবনের একটা দুঃস্বপ্নের মতো গল্প আছে। যা বিস্মিত করে অনেককেই। তবে সত্যিই কেভিতোভা অদম্য। সবকিছু জয় করেই টেনিস কোর্টে লড়াই করে চলছেন দুর্দান্ত গতিতে। বিশেষ করে এ মৌসুমটা যেন স্বপ্নের মতো শুরু করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা এই চেক তারকা। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট জিতেই ২০১৯ সালের মিশন শুরু করেন তিনি। এরপর বাজিমাত করেন অস্ট্রেলিয়ান ওপেনেও। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েই ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। এর আগে দুটি উইম্বলডনের শিরোপা জিতলেও অন্য কোন মেজর টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিতে পারেননি তিনি। যে কারণে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালটা ছিল তার জন্য বিশেষ কিছু। যদিওবা শেষ পর্যন্ত হেরে যান চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। তাকে হারিয়ে গোটা টেনিস দুনিয়াকেই চমকে দেন নাওমি ওসাকা। ইউএস ওপেনের পর অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জাপানের এই প্রতিভাবান খেলোয়াড়। কেভিতোভা হেরে গেলেও লড়াই করেছেন বীরের মতো। যে কারণে নাওমি ওসাকার কাছে হেরে গেলেও নিজের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের পর সাময়িক বিশ্রামে যান কেভিতোভা। যে কারণে কাতার ওপেনে অংশ নেননি তিনি। কাতারে না খেলে মেলবোর্নের পর দুবাই চ্যাম্পিয়নশিপে অংশ নেন কেভিতোভা। এখানেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। শুরু থেকে চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেন দুইবারের উইম্বলডন জয়ী। তবে এই আসরে তুলনামূলকভাবে সহজ সব প্রতিপক্ষের মুখোমুখি হন তিনি। কেভিতোভা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। বরং নিজের পারফর্মেন্সে দারুণ খুশি চেক তারকা। ফাইনালে অগ্নিপরীক্ষা দিতে হবে কেভিতোভাকে। যেখানে তার প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। সুইস তারকা দুবাই চ্যাম্পিয়নশিপে নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। শেষ তিন ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা তিন খেলোয়াড়কে যে হারিয়েছেন তিনি। তারা হলেন বেলারুশের এরিনা সাবালেঙ্কা, রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবং ইউক্রেনের এলিনা সিতলিনা। তবে এই বেনচিচকেই গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে হারিয়েছিলেন কেভিতোভা। মেলবোর্নের তৃতীয় রাউন্ডে দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়নের কাছে ৬-১ এবং ৬-৪ গেমে বিধ্বস্ত হয়েছিলেন বেলিন্ডা বেনচিচ। তবে হ্যালেপ বর্তমান নিয়েই বেশি ভাবছেন। জানালেন, দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটা কঠিন হবে।’
×