ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাথর উত্তোলনে বাধা ॥ দুই লাখ শ্রমিক বেকার

প্রকাশিত: ১০:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 পাথর উত্তোলনে  বাধা ॥ দুই  লাখ শ্রমিক বেকার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়ে হাইকোর্ট ও সুপ্রীমকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সিলেটের বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনে বাধা সৃষ্টির কারণে হাজার হাজার শ্রমিক বেকার দিন যাপন করছে। ক্ষতির মুখে পড়েছেন পাথর ব্যবসায়ীরা। স্থানীয় বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম কোয়ারি এলাকা থেকে পাথর উত্তোলনে বাধা দেয়ায় পাথর উত্তোলন কার্যক্রম দীর্ঘ ৯ মাস থেকে বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রা জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস। শিক্ষায় দেশের অন্যান্য উপজেলা থেকে এ উপজেলাটি পিছিয়ে রয়েছে। বেশিরভাগ মানুষ কৃষি ও পাথর কোয়ারিনির্ভর। পাথর উত্তোলন বন্ধ থাকায় পাথরের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় দিনমজুররা বিপাকে পড়েছেন। এই উপজেলার দুটি পাথর কোয়ারি জাফলং ও বিছনাকান্দিতে দুই লক্ষাধিক শ্রমিক কাজ করেন। এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন হাজার হাজার লোক। জীবিকার তাগিদে শনিবার থেকে বিজিবির অবৈধ বাধা উপেক্ষা করে বিছনাকান্দি পাথর কোয়ারিতে শ্রমিকরা কাজ শুরু করার ঘোষণা দিয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় স্থানীয় কুপার বাজার মাঠে বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংগঠন ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বিজিবির উদ্দেশে এ হুমকি দেন। বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মাশুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহের পরিচালনায় বক্তারা বলেন, কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়ে হাইকোর্ট ও সুপ্রীমকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম অবৈধভাবে কোয়ারি এলাকা থেকে পাথর উত্তোলনে বাধা দিয়ে আসছেন।
×