ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ০৯:০১, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 ফরিদপুরে ছেলের  হাতে বাবা খুন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ ফেব্রুয়ারি ॥ জমি লিখে না দেয়ায় নগরকান্দায় ছেলে বাবাকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম হারুন অর রশিদ ওরফে হারু চৌধুরী (৬৫)। তিনি ওই গ্রামের মৃত দানেশ চৌধুরীর ছেলে। হারুন অর রশিদের ছোট ছেলে মিলন চৌধুরী (২৭) কোদালের আছাড়ি দিয়ে বাবার ডান চোয়ালসহ কানে আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার পর ছেলে মিলন পালিয়ে গেছে। মিলন বিবাহিত এবং এক মেয়ের বাবা। জানা গেছে, হারুন অর রশিদের দুই ছেলের মধ্যে মিলন ছোট। তার বড় ছেলে লিটন চৌধুরীরের সঙ্গে বাবার বনিবনা না হওয়ায় তিনি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। বাবা হারুন অর রশিদ ও মা হালিমুন বেগম রামনগরে ছোট ছেলের সঙ্গেই থাকতেন। জমি লিখে দেয়া নিয়ে হারুন অর রশিদের সঙ্গে তার ছোট ছেলে মিলনের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে মিলন বাবাকে জমি লিখে দেয়ার জন্য চাপ দিলে বাবা তা দিতে অস্বীকার করেন। তখন মিলন ক্ষিপ্ত হয়ে কোদালের আছাড়ি দিয়ে বাবাকে পিটাতে থাকেন। কোদালের আছাড়ির একটি আঘাত বাবার ডান চোয়ালে কান বরাবর লাগলে তিনি মাটিতে পড়ে যান। তাকে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের এক পল্লি চিকিৎসক হারুন অর রশিদকে মৃত বলে ঘোষণা করেন। ঝালকাঠিতে ছাত্র নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, কাঁঠালিয়ায় নিখোঁজের আটঘণ্টা পরে শান্ত হাওলাদার (৯) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামে বাড়ির কাছের খেলার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয়। শান্তকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। শান্ত স্থানীয় কৈখালী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত। সে পশ্চিম শৌলজালিয়া গ্রামের তপন কুমার হাওলাদারের ছেলে। পুলিশ ও স্বজনরা জানায়, বাড়ির পাশেই চাচাতো বোন সুমি রানির বিয়ের অনুষ্ঠানে গতরাতে বাবা মায়ের সঙ্গে যোগ দেয় শান্ত। রাত ১২টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল ৬টার দিকে বাড়ির কাছের একটি খেলার মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শান্তকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও নিহতের বাবা দাবি করেছেন। গাজীপুরে চালক ও ভিক্ষুক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে গাড়িচালক এক যুবককে কুপিয়ে হত্যা ও ভিক্ষুককের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নাজমুল ইসলাম (২৫)। সে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই রনি কুমার সাহা জানান, কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার কবির হোসেনের বাসায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে রেন্ট-এ-কারের গাড়ি চালা তো কবির হোসেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় আন্দারমানিক পূর্বপাড়া এলাকার মেঘনা সিটির বালুর মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের ডান হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন এবং পিঠসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শ্রীপুরে সড়কের পাশের এক ডোবা থেকে শুক্রবার ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলাউদ্দিন (৮০)। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া সোনাখালি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। শ্রীপুর থানার মাওনা ফাঁড়ির এসআই হারুন-অর রশিদ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় মাওনা-কালিয়াকৈর সড়কের পাশের এক ডোবায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের পাশেই তার ব্যবহার্য কাপড় চোপড় ও ছড়ি পড়ে ছিল। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে ওই ডোবায় গোসল করতে গিয়ে সে মারা যায়। আলাউদ্দিন মাওনা এলাকায় ভিক্ষা করত।
×