ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 যশোরে চাঁদাবাজির  প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সন্ত্রাসীদের চাঁদার প্রতিবাদে সাধারণ টাইলস ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে। শুক্রবার সকালে টাইলস মালিক সমিতির ব্যানারে ব্যবসায়ীরা শহরের ভোলা ট্যাঙ্ক রোড থেকে এ মিছিল বের করে। মিছিলটি সার্কিট হাউজ হয়ে প্রেসক্লাব যশোরের সামনে দিয়ে দড়াটানা হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় যায়। পরে তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ভোলা ট্যাঙ্ক রোড এলাকায় সাধারণ টাইলস ব্যবসায়ীদের কাছ থেকে সন্ত্রাসী রবিউল ইসলাম রবি ও মনিরুল ইসলাম মনির চাঁদা আদায় করে আসছে। ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে এই সন্ত্রাসীরা প্রতি ইজিবাইক লোড হলে ২০ টাকা, নছিমন লোড হলে ৪০ টাকা ও প্রতি ট্রাক লোড হলে ১২০ টাকা জোরপূর্বক আদায় করে। তাদের দাবি অনুযায়ী নির্ধারিত টাকা না দেয়া হলে তারা সাধারণ ব্যবসায়ীদের ওপর নির্যাতন শুরু করে। এই সন্ত্রাসীরা রীতিমতো রশিদ দিয়ে চাঁদা আদায় করে। বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচীতে সংগঠনের সভাপতি সাজ্জাদুর রহমান সুজার নেতৃত্বে অংশ নেন সাধারণ সম্পাদক অমল কুমার, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান লাবু, সোহেল মাসুদ হাসান টিটোসহ সাধারণ টাইলস ব্যবসায়ীরা।
×