ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা পাঁচ জয়ে শীর্ষে ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 টানা পাঁচ জয়ে শীর্ষে ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন পরাশক্তি বসুন্ধরা কিংসকে হটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা আবাহনী। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। একই ভেন্যুতে বিকেলে ‘দুই ভাই’ শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বর্তমানে সাত ম্যাচ শেষে ছয় জয় ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ঢাকা আবাহনী। দুই ম্যাচ কম খেলা (পাঁচ ম্যাচ) বসুন্ধরা কিংস ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান তিনে। সাত ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১১। অবস্থান পঞ্চম। ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে সাইফ। ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে আরামবাগ ক্রীড়া সংঘ। অনেকটাই পিছিয়ে পড়েছে সাত নম্বরে থাকা বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগের মতোই আটে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। প্রতিষ্ঠিত দলগুলোর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায় আছে ১৯ বারের লীগ শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব। পাঁচ ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৩ পয়েন্ট, আছে একাদশ স্থানে। ইতোমধ্যে লীগে টানা চার ম্যাচ হেরেছে বিখ্যাত সাদা-কালো জার্সিধারীরা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে মাঠে নামছে বিধ্বস্ত মোহামেডান। আরেক ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ ও নোফেল স্পোর্টিং ক্লাব। এবার লীগে জয় দিয়ে যাত্রা শুরু করলেও পরের চার ম্যাচেই হেরেছে মোহামেডান। এ কারণে সাদা-কালো শিবির এখন বিধ্বস্ত। এই অবস্থার মধ্যে দলটির কোচ পদ ছেড়েছেন আলী আসগর নাসির। জামাল ও রাসেলের লড়াইয়ে গোল না হলেও ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামালের। ডেভিড ব্রুসের বাড়ানো বলে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ইমানুয়েল পেরেজের শট ফিরে আসে পোস্টে লেগে। ম্যাচের ৩৩ মিনিটে শেখ রাসেলের উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশেরের ডি বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। ছয় মিনিট পর দলটির আরেক ফরোয়ার্ড মোহাম্মদ খালেকুরজামানের শট আশ্রয় নেই বাইরের জালে। প্রথমার্ধের শেষদিকে সলোমন কিংয়ের বাড়ানো বল থেকে পেরেজের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত থাকতে হয় জামালকে। বিরতির পর ৬৪ মিনিটে আলেক্স রাফায়েল দ্য সিলভার শট ক্রসবারে লেগে ফিরে আসলে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল গোলবঞ্চিত হয়। ম্যাচের শেষ দিকে ডি বক্সের ভেতরে ফাঁকায় থাকা গাম্বিয়ান ফরোয়ার্ড কিংয়ের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে টানা তিন জয়ের পর ফের পয়েন্ট হারাতে হয় শেখ জামালকে। টানা পাঁচ ম্যাচ জেতার পথে ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় ঢাকা আবাহনী। ওয়ালী ফয়সালের ক্রস সানডে চিজোবার হেড গোলরক্ষক সুজন চৌধুরী ফেরানোর পর সামনে থাকা ব্রাদার্সেরই ডিফেন্ডার উত্তম বড়ুয়ার পায়ে লেগে জালে জড়ায়। সাত মিনিট পর রায়হানের থ্রো ইনে কেরভেন্স ফিলস বেলফোর্টের হেড জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের ৩৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার শট গোললাইন থেকে টুটুল হোসেন বাদশা ফেরালে ম্যাচে ফিরতে পারেনি ব্রাদার্স। প্রথমার্ধের শেষ দিকে নাবীব নেওয়াজ জীবনের শট সুজন পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দৌড়ে এসে নিখুঁত শটে আবাহনীকে ৩-০ গোলে এগিয়ে দেন নাইজিরিয়ান ফরোয়ার্ড চিজোবা। বিরতির পর ৫৭ মিনিটে ব্রাদার্সের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আবাহনীর বেলফোর্ট। এর ফলে আবাহনীর টানা পাঁচ জয়ের বিপরীতে টানা চতুর্থ হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাদার্সকে।
×