ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির পেনাল্টি গোলে জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৯:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 মেসির পেনাল্টি গোলে জয় বার্সিলোনার

জাহিদুল আলম জয় ॥ স্প্যানিশ লা লিগায় স্বস্তির জয় পেয়েছে দুই জায়ান্ট বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠ ন্যুক্যাম্পে অতিথি রিয়াল ভ্যালাডোলিডকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক বার্সা। ম্যাচে কাতালানদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন সুপারস্টার আরেকটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। আরেক ম্যাচে এ্যাটলেটিকোও একই ব্যবধানে হারিয়েছে স্বাগতিক রায়ো ভায়েকানোকে। এ্যাটলেটেকোর পক্ষে জয়সূচক গোলটি করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা তারকা এ্যান্টোনিও গ্রিজম্যান। এই গোলের মধ্য দিয়ে গ্রিজম্যান এ্যাটলেটিকোর হয়ে ফার্নান্ডো টোরেসকে টপকে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ ১৩০ গোলের গর্বিত মালিক হয়েছেন। বর্তমানে ২৪টি করে ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে বার্সিলোনা। ৪৭ পয়েন্ট নিয়ে আপাতত দুইয়ে এ্যাটলেটিকো। তবে গত রাতে রিয়াল মাদ্রিদ জয় পেলে তাদের দ্বিতীয় স্থান ছেড়ে দিতে হবে। কেননা এক ম্যাচ কম খেলা রিয়াল ৪৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে উরুর পেশি সমস্যার কারণে মেসির ফিটনেস নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভ্যালাডোলিডের বিরুদ্ধে ম্যাচেও বিষয়টি আরেকবার সামনে এসেছে। এরপরও পুরো ৯০ মিনিট খেলেছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। পাশাপাশি মৌসুমে মেসি ৩০তম গোল পূর্ণ করেছেন। বিরতির দুই মিনিট আগে ঠা-া মাথায় স্পট কিক থেকে মেসি দলকে এগিয়ে দেন। জেরার্ড পিকেকে ফাউলের অপরাধে ভ্যালাডোলিড মিডফিল্ডার মিচেলের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি জুয়ান মার্টিনেজ। ভ্যালাডোলিড গোলরক্ষক জর্ডি মাসিপ বিরতির পরপরই মেসির শক্তিশালী ভলি দারুণভাবে রক্ষা করেন। ৬০ মিনিটে কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের পরিবর্তে মাঠে নামার সঙ্গে সঙ্গে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ। এরপর ফিলিপ কুটিনহোকে ফাউল করলে আরেকটি পেনাল্টি পায় বার্সা। এবার অবশ্য মেসি গোল করতে ব্যর্থ হন। ফলে ব্যবধান বাড়াতে পারেনি কাতালান জায়ান্টরা। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত পারফর্মেন্স দেখানো মাসিপ মেসির হেডের পরপরই সুয়ারেজকে আবারও হতাশ করেন। শেষ পর্যন্ত এক গোলেই বার্সিলোনার জয় নিশ্চিত হয়। এই ম্যাচের মধ্য দিয়ে লা লিগায় ৩০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। ম্যাচ শেষে স্পেনের এই তারকা বলেন, আমরা ভালই খেলেছি। তবে সত্যি কথা হচ্ছে ম্যাচটা ভাল ছিল না। একমাত্র ভাল দিক হলো জয় নিয়ে মাঠ ছেড়েছি। লীগে পরপর দুটি ড্রয়ের পর তিন পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। চ্যাম্পিয়ন্স লীগে অবশ্যই আমাদের ভাল খেলতে হবে, নতুবা কঠিন সময় অপেক্ষা করছে। আরেক ম্যাচে প্রতিবেশী রায়ো ভায়োকানোর বিপক্ষে জয় তুলে নিতে এ্যাটলেটিকোকে বেশ কষ্ট করতে হয়েছে। ৭৪ মিনিটে গ্রিজম্যানের গোলে এ্যাটলেটিকোর জয় নিশ্চিত হয়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও জুভেন্টাসের বিপক্ষে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচের আগের এই জয় জরুরী ছিল দিয়াগো সিমিওনের দলের জন্য। জয়সূচক গোলটি করার মধ্য দিয়ে গ্রিজম্যান সাবেক তারকা টোরেসকে টপকে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন। ২০০৮ সালে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী কোচ প্রয়াত লুইস আরাগোনেস এ্যাটলেটিকোর হয়ে ১৭২ গোল করে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন। বর্তমানে জাপানিজ ক্লাব সাগান টসুতে খেলছেন টোরেস। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিসহ লীগে টানা দুই ম্যাচে হেরেছিল ম্যাটলেটিকো। এই জয়টি তাই স্বস্তি ফিরিয়েছে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচের আগে। শেষ ১১টি ম্যাচে এ নিয়ে ১০ম গোল করেছেন স্রিজম্যান। ম্যাচ শেষে গ্রিজম্যানের প্রশংসা করে এ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ দিয়াগো সিমিওনে বলেন, গ্রিজম্যান একজন অসাধারণ খেলোয়াড়। দল যা চায় সে সবমসয়ই তা পূরণ করার চেষ্টা করে। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এই ধরনের স্টেডিয়ামে খেলা সবসময়ই কঠিন। শেষ পর্যন্ত জিততে পেরে আমরা খুশি।
×