ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদাকে মুক্ত করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে ॥ মঈন খান

প্রকাশিত: ১১:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

  খালেদাকে মুক্ত করে মানুষের ভোটাধিকার  ফিরিয়ে আনা হবে ॥ মঈন খান

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মামলা প্রত্যাহার করে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, খালেদাকে মুক্ত করে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনব। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের ভান ধরে অলিখিত বাকশাল কায়েম করছে। এই সরকার মুখে মুখেই গণতন্ত্রের বুলি আওড়ায়। মূলত মুখে গণতন্ত্রের লেবাস লাগিয়ে স্বৈরশাসন চালিয়ে যাচ্ছে। একটি স্বৈরাচারী সরকারের থেকেও গণতন্ত্রের ভানধারী সরকার আরও বেশি ক্ষতিকর। তাই এ বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকতে হবে। মঈন খান বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে অলিখিত বাকশাল কায়েম করতে চায়। কিন্তু আগামী দিনে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেব। তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্যই। আজ স্বাধীনতার এত বছর পর এ দেশের কোটি কোটি মানুষ প্রশ্ন করছে, আমরা কি এই দেশ চেয়েছিলাম? স্বাধীনতা আর গণতন্ত্র এক কথা নয়, এই কথা সরকার ভুলে গেছে। মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
×