ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আরও ১০ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধা স্বীকৃতি

প্রকাশিত: ১০:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

আরও ১০ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধা স্বীকৃতি

বিডিনিউজ ॥ মুজিবনগর স্মৃতিসৌধে ধরে রাখা একাত্তরে নারীদের ওপর চালানো সেই বর্বরতার ক্ষতচিহ্ন মুজিবনগর স্মৃতিসৌধে ধরে রাখা একাত্তরে নারীদের ওপর চালানো সেই বর্বরতার ক্ষতচিহ্ন একাত্তরে পাকিস্তানী বাহিনী এবং রাজাকারদের হাতে নির্যাতিত আরও দশজন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। বরগুনা পাথরঘাটার হোগলাপাশা গ্রামের হাসি রানী অধিকারী, নাটোর লক্ষ্মীপুরের মোছাঃ মহারানী, সিলেট গোয়াইনঘাটের মোছাঃ কোকিলা বেগম এবং সিরাজগঞ্জ তাড়াশের মোছাঃ পাতাশী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এছাড়া ঝিনাইদহ কাঞ্চননগরের জয়গুন নেছা ও কালিগঞ্জের ফাতেমা বেগম, নাটোর সদরের মোহনপুরের তপেজান, নেত্রকোনা কলমাকান্দার রোকিয়া খাতুন, মুন্সীগঞ্জ সদরের কেওয়ার মাসুদা বেগম এবং নড়াইল লোহাগড়ার মোসাঃ আফিয়া বেগমের নামও মুক্তিযোদ্ধার তালিকায় যুক্ত হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
×