ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধারা যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত’

প্রকাশিত: ১১:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধারা যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত’

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধারা যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানিয়েছেন অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। বুধবার ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর এ কথা বলেন। সকাল ৯টায় ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শত শত বীর মুক্তিযোদ্ধা। ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। জাতির জনকের প্রতিকৃতিতে শত শত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের মুহূর্তটি ছিল বেদনাবিধুর। অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বে ১ মিনিট নীরবতা পালন করে মুক্তিযোদ্ধারা দল বল নিয়ে চলে যান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে। সারাদেশ থেকে মুক্তিযোদ্ধারা সমাবেশে যোগ দেন। ব্যানার ও ফেস্টুনে উৎসবমুখর হয়ে উঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। টানা তৃতীয় বার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় মুক্তিযোদ্ধারা আনন্দিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সর্বজনাব মীর সমির, আব্দুস সালাম মজুমদার, মীর আসালত, মোঃ মিনহাজুর রহমান, আলহাজ মোমিনুল হক, শাহজাহান মৃধা বেনু, সেলিম চৌধুরী, ডাঃ এম এ আউয়াল, আব্দুল গাফফার কুতুবী, মেজর লেলিন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদ।
×