ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্দী টপটেরর ও জঙ্গীদের মোবাইল নয়

প্রকাশিত: ১০:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৯

বন্দী টপটেরর ও জঙ্গীদের মোবাইল নয়

সংসদ রিপোর্টার ॥ কারাগারে বন্দীদের আত্মীয়-স্বজনের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, একটি নীতিমালার ভিত্তিতে এসব মনিটরিং করা হবে। সিনিয়র জেল সুপার/জেল সুপারের নেতৃত্বে ৬ সদস্যর একটি কমিটি সার্বিক বিষয়টি মনিটরিং করবেন। তবে জঙ্গী, টপটেরর ও বিভিন্ন আলোচিত মামলার স্পর্শকাতর বন্দীদের এ সুবিধার বাইরে রাখা হবে। এ কারণে কারাগার থেকে মোবাইল ফোনে অপরাধে মদদ দেয়ার কোন সুযোগ থাকবে না। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে কারা বন্দীদের আত্মীয়-স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর পাইলট প্রকল্প টাঙ্গাইল জেলা কারাগারে শুরু হয়েছে। টেলিফোনে কথা বলার কার্যক্রম অন্যান্য কারাগারে চালু করার জন্য ‘দেশের সকল কারাগারে প্রিজন লিংক স্থাপন’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
×