ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৯:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০১৯

ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

বিডিনিউজ ॥ জনগণের ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সোমবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারক বঙ্গভবনে সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মোঃ নূরুজ্জামান। গত অক্টোবর মাসে এই তিন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, আদালত বিচারপ্রার্থীদের ভরসার শেষস্থল। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে আদালতের অনেক দায়িত্ব রয়েছে।” সচিব জানান, রাষ্ট্রপতি আপীল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে আশা করেন, তারা জনগণের বিচার প্রাপ্তিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। নতুন বিচারপতিরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান। ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আহ্বান জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে ভুটানকে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য দু’দেশের মধ্যে আকাশ পথে যোগাযোগ বাড়লে উভয় দেশ উপকৃত হবে। এতে করে বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে অনেক সুফল পাওয়া যাবে। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সুনাম রাবগির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভুটান বাংলাদেশের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি দিয়েছে, এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। বাংলাদেশ ভুটানে তৈরি খাবার, তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রফতানি করে আসছে। তবে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী আমদানি করে বাংলাদেশ।
×