ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ককে মারধর

প্রকাশিত: ০৯:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০১৯

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ককে মারধর

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুনকে মারধর করার অভিযোগ তুলেছেন তার অনুসারীরা। কোটা আন্দোলনের পর এবার একই ব্যানারে ডাকসু নির্বাচনের মাঠে হাজির হওয়া এ নেতাদের একটি অংশ ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। কর্মসূচীর চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আহ্বায়ক হাসান আল মামুনের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন। এদিকে হাসান আল মামুন মারধরের ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। এমনকি কোটা সংস্কারপন্থী নেতা যার বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন সেই ছাত্রলীগ নেতা ঘটনার সময় মধুর কেন্টিনে ছিলেন বলেও জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস। সাংবাদিকদের হাসান আল মামুন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে চা খেয়ে গ্রন্থাগারে প্রবেশ করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র রাইসুল ইসলামের নেতৃত্বে ৩০-৪০ জন নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়।
×