ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যানবেরা টেস্ট

হাসপাতালে করুনারত্নে বিপদে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১০:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 হাসপাতালে করুনারত্নে বিপদে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ১-০তে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টেও পড়েছে কঠিন চাপে। ক্যানবেরায় জো বার্নস, ট্রাভিস হেড ও অভিষিক্ত কার্টিস প্যাটারসনের তিন সেঞ্চুরিতে ৫ উইকেটে ৫৩৪ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ৪৩ ওভারেই ১৪৩ রান তুলে নেয়া শ্রীলঙ্কা হারিয়েছে ৩ উইকেট। সফরকারীদের জন্য আরও বড় দুঃসংবাদ, আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে দিমুথ করুনারত্নেকে। ব্যক্তিগত ৪৬ রানে প্রতিপক্ষ পেসার প্যাট কামিন্সের বাউন্সার ‘ডাক’ করতে গিয়ে এড়াতে পারেননি। মাথার পেছনের অংশে বল আঘাত হানায় বেশ ভাল চোটই পেয়েছেন এই লঙ্কান ওপেনার। দুই দলের ফিজিও মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে করুনারত্নেকে। লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে অবশ্য জানিয়েছেন, করুনারত্নে আপাতত বিপদমুক্ত। সাবধানী ব্যাটিংয়ে ৮২ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভাল শুরু এনে দেন দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। শ্রীলঙ্কা ইনিংসের ৩১তম ওভারে একটি বাউন্সারে চোখ সরিয়ে নিয়ে ঘুরে গেছিলেন করুনারত্নে। ওপেনার যতটা ভেবেছিলেন ততটা ওঠেনি বল। আঘাত হানে ঘাড়ে, লুটিয়ে পড়েন ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে মাঠে আসেন দলের ফিজিও, অস্ট্রেলিয়া দলের চিকিৎসক। মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয়। মানুকা ওভালে শনিবার ৪ উইকেটে ৩৮৪ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া শুরুতেই হারায় বার্নসকে। কাসুন রাজিথার অফস্টাম্পের বাইরের বল তার ব্যাটের কানা ছুঁয়ে এলোমেলো করে দেয় স্টাম্প। ২৭ চারে ২৬০ বলে ১৮০ রান করে ফিরে যান বার্নস। দ্বিতীয়দিন সেটাই হয়ে থাকে লঙ্কানদের একমাত্র সাফল্য। দ্বিতীয় নতুন বলে প্যাটারসনের শুরুটা ছিল নড়বড়ে। আগেরদিন মুখোমুখি হওয়া প্রথম বলে জীবন পাওয়া এই মিডলঅর্ডার ব্যাটসম্যান ধীরে ধীরে ফিরে পান নিজেকে। অন্যপ্রান্তে শুরু থেকে সাবধানী ছিলেন অধিনায়ক টিম পেইন। ষষ্ঠ উইকেটে প্যাটারসনের সঙ্গে অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটিতে তার অবদান তিন চারে ৪৫ রান। দ্বিতীয় টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া প্যাটারসন অপরাজিত থাকেন ১১৪ রানে। তার ১৯২ বলের ইনিংস গড়া ১৪ চার ও এক ছক্কায়। ভারত সিরিজে একটিও সেঞ্চুরি না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য এটি দারুণ স্বস্তির। ১৯৮৯, লিডস। সেটি ছিল এ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। প্রথম ইনিংসে সেঞ্চুরি তুল নেন মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। সেটি ছিল দু’জনেরই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
×