ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কাতার

প্রকাশিত: ১০:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০১৯

এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কাতার

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত কাতারই চ্যাম্পিয়ন। শুক্রবার আবুধাবির ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ২০২২ বিশ্বকাপের আয়োজকরা। একই টুর্নামেন্টে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইরাকের পর জাপানকেও পরাজয়ের লজ্জা উপহার দিল কাতার। এ যেন রূপকথার গল্প। বিশ্বকাপের আগে এই শিরোপাটা জিততে বিভোর ছিল তারা। শেষ পর্যন্ত সেই স্বপ্নপূরণ হলো কাতারের। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১২ মিনিটেই জাপানী সামুরাই ভোঁতা করে কাতার এগিয়ে যায় আলমুজ আলীর অসাধারণ গোলে। সেই সঙ্গে একটা রেকর্ডও গড়েন তিনি। ইরানী কিংবদন্তি আলী দায়ির এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল ৮টি। আলমুজ আলী এই আসরে করলেন ৯ গোল। অথচ সুদানে জন্ম হওয়ায় তার খেলার বিপক্ষে আনুষ্ঠানিক আপত্তিও জানিয়েছিল স্বাগতিক আরব আমিরাত। এশিয়ান ফুটবল কনফেডারেশনসের কর্তারা বিবেচনায় নেননি সেই অভিযোগ। ম্যাচের এক ঘণ্টা আগে এএফসি সভায় তা খারিজ হয়ে যাওয়ার পরে খেলতে নামেন তিনি। অথচ তার গোলে কাতার এশিয়ান কাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করে। এরপর আর দাঁড়াতেই পারেনি বিশ্বকাপে খেলা জাপান। বিরতির আগেই দুই গোল হজম করে ফেলে তারা। ম্যাচের ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া বাঁ পায়ের মাপা শট আবদেলাজিজ হাতিম জড়ান জালে। ডাইভ দিয়েও এর নাগাল পাননি জাপানী গোলরক্ষক। এবারও এ্যাসিস্ট সেই আকরাম হাসান আফিফের। ৬৯ মিনিটে তাকুনি মিনামিনো এক গোল ফেরান জাপানের হয়ে। ফলে কিছুটা উত্তেজনা ফেরে ম্যাচে। কিন্তু ৮৩ মিনিটে মায়া ইয়সিদার হ্যান্ডবলে কাতার পেনাল্টি পায়। দুই গোলের কারিগর আকরাম হাসান আফিফের সফল স্পট কিকে কাতার শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
×