ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্ভাবনার দেশ তৈরিতে বড় বাধা মাদক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 সম্ভাবনার দেশ তৈরিতে বড় বাধা মাদক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে বড় বাধা এখন মাদক। তাই মাদক নির্মূলে যা যা করার দরকার। সরকার তাই করবে। শনিবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের দেশে মাদক তৈরি হয় না। কিন্তু কিছুসংখ্যক অসাধু ব্যক্তি চোরাচালানের মাধ্যমে মাদক নিয়ে আসে দেশে। তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ রয়েছে। মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদেরও যথাযথ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ। বর্তমানে দেশে সেই পরিস্থিতি বিদ্যমান রয়েছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন, সেই ধরনের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রফতানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইনশৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা দিতে প্রধানমন্ত্রীও সচেষ্ট রয়েছেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করা। ব্যবসায়ীরা যাতে নিরাপদে নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। যে কারণে বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আবু হোসেন বাবলা, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
×