ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় এক ব্যক্তি খুন

প্রকাশিত: ০৯:০৫, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 বগুড়ায় এক ব্যক্তি খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ উপজেলায় আমিনুল ওরফে আনোয়ারুল (৩৫) খুন হয়েছে। শুক্রবার মধ্যরাতের পর উপজেলার দেউলি ইউনিয়নে এক বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির বাড়ি রাজশাহীর তানোর এলাকায়। সে পঞ্চগড়ের উত্তর গোয়ালপাড়ায় শ্বশুরবাড়িতে থাকত। তবে কিভাবে বা কার সঙ্গে সে শিবগঞ্জ উপজেলায় এসেছিল তা জানা যায়নি। শুক্রবার রাতে দেউলি ইউনিয়নের ঘড়িয়া পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পার্শ্বে তার লাশ পাওয়া যায়। নজরুলের স্ত্রী প্রকৃতির ডাকে বাইরে এসে লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘাড়ে আঘাত করে আমিনুলকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। নেত্রকোনায় কিশোরের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, বারহাট্টা উপজেলার বাউসী বাজার সংলগ্ন কংস নদী থেকে শনিবার দুপুরে আলীম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলীম ওই উপজেলার বাউসী ইউনিয়নের শাহ্ মোয়াটি গ্রামের হবি মিয়ার ছেলে। সে বাউসী বাজারের জামিরুল মিয়ার মিষ্টির দোকানে কাজ করত। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আলীম শুক্রবার বিকেলে বাউসী বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, শহরের ভাদুঘরে নিখোঁজের পর হালিমা আক্তার (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ভাদুঘর ভূঁইয়াপাড়া থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার আমির হোসেনের মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) জিয়াউল হক জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। এর কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে হালিমার পরিবার জানতে পারে তাদের বাড়ি থেকে ২০০ শত গজ দূরবর্তী দুইটি বহুতল ভবনের মধ্যবর্তী স্থানে হালিমার মরদেহ পাওয়া গেছে। গাইবান্ধায় নববধূ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাটভরতখালী গ্রামে স্বামীর শয়ন ঘরের বিছানা থেকে শনিবার চামেলী আক্তার (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চামেলী আক্তার ওই গ্রামের সুজন মিয়ার স্ত্রী ও একই উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপাপদুমশহর গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে। জানা গেছে, গত ২৫ জানুয়ারি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুজন মিয়ার সঙ্গে চামেলী আক্তারের বিয়ে হয়। বিয়ের নয়দিন পর শনিবার ভোরে সুজন মিয়ার পরিবারের লোকজন ফোন করে চামেলীর বাবার বাড়ির লোকজনকে অসুস্থতার কথা জানান। নাটোরে যুবক নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, মোরাদ আলী ম-ল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের বনবেল ঘড়িয়া বাইপাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মোরাদ আলী জেলার বড়াইগ্রামের রয়না চরকপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, সকালে শহরের বনবেল ঘড়িয়া বাইপাস এলাকায় মোরাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
×