ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমার ভাইয়ের রক্তে রাঙানো

প্রকাশিত: ১০:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৯

 আমার ভাইয়ের রক্তে রাঙানো

স্টাফ রিপোর্টার ॥ আজ ২ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্বপাকিস্তানে চলছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন। প্রতিটি দিনেই ছিল ছাত্র-জনতার নানা কর্মসূচী। ৪ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে এদিন চলছিল প্রচার। সবার তখন দাবি একটাই, বাংলাই হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। মাতৃভাষা আন্দোলনের শুরুটা ১৯৪৭ সালের পর থেকেই। পাকিস্তান জন্মের পর থেকেই পূর্ব বাংলা মানুষ বঞ্চিত ও শোষিত হয়ে আসছিল। পাকিস্তান কৌশলে বাঙালী জনগোষ্ঠীর নিজের ভাষার ওপর প্রথম আঘাত হানে। মায়ের ভাষায় কথা বলাও তারা বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র শুরু করে। কিন্তু বাংলার মানুষ সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে একবিন্দু পিছু হটেনি। মাতৃভাষা বাংলার দাবিতে প্রতিদিন রাজপথে চলতে থাকে মিছিল-সমাবেশ। শুরু হয় বাংলাভাষা রক্ষার আন্দোলন। মায়ের মুখের ভাষাকে কেড়ে নিয়ে তারা রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক চড়াই-উতরাই পার করে চূড়ান্ত রূপ লাভ করেছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। তবে তার আগের দিনগুলো ছিল পাকিস্তানী শোষক গোষ্ঠীর অত্যাচার নির্যাতনের। ১৯৫২ সালের অগ্নিঝরা দিনগুলো বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ইতিহাসের ধারাবাহিকতায় বাংলা ভাষা আন্দোলনের সেই স্মরণীয় দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৯৯৮ সালে জাতিসংঘের কাছে কানাডা প্রবাসী দুই বাঙালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন। ১৯৯৯ সালের ১৭ নবেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে পালিত হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। ১১৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের তথ্যবিষয়ক কমিটিতে প্রস্তাাবটি সর্বসম্মতভাবে পাস হয়। এখন তাই শুধু বাংলাদেশের নয় বরং বিশ্ববাসীও বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। তবে এই মাসটি আসলেই একটা প্রশ্ন বার বার উচ্চারিত হয়, সর্বস্তরে মাতৃভাষার প্রয়োগ হবে? যদিও সেই প্রশ্নের উত্তর আজও মিলছে না। বরং অনেক ক্ষেত্রেই যেন সর্বস্তরে বাংলার পরিবর্তে ব্যবহার হতে যাচ্ছে ইংরেজী। লেখক, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী যতীন সরকার তার এ লেখায় লিখেছেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আমাদের গৌরব অবশ্যই অনেক বেড়ে যায়। ২০০০ সাল থেকেই একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসরূপে পালিত হচ্ছে। এতে আমরা বাঙালীরা তো বটেই পৃথিবীর অন্যান্য দেশের মানুষও আপন আপন মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। তিনি আরও লিখেছেন, আমাদের একুশে ফেব্রুয়ারি কিভাবে, কাদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় উন্নীত হয়েছে, সে ব্যাপারে এখনকার শিক্ষিত তরুণ-তরুণীদের খুব কম লোকই অবহিত। অনেকেই জানে না যে, দেশে বসবাসরত বিভিন্ন দেশের কয়েকজন মাতৃভাষাপ্রেমী মানুষ ‘মাতৃভাষার প্রেমিক সংগঠন’ গড়ে তুলেছিলেন। সেটি হয়েছিল কানাডা প্রবাসী বিভিন্ন ভাষা-ভাষী একদল মানুষের উদ্যোগে। এদের ভেতর ছিলেন ইংরেজীভাষী জাসন মোরিন ও সুসান হভদিন্স, এন্ডালিজভাষী ড. কিনোভিন চাও, জার্মানভাষী বিমেতে মার্কিম্স্, হিন্দী ভাষী কল্পনা জসি এবং বাংলাভাষী রফিকুল ইসলাম ও আবদুস সালামসহ আরও কয়েকজন। আপন আপন মাতৃভাষার প্রতি ভালবাসার টানেই এরা সকলে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী বাঙালী শহীদদের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এদেরই প্রয়াসে বাঙালী জাতির শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান পেয়ে যায়। মরণপণ সংগ্রামে জয়ী হয়ে যে স্বাধীন রাষ্ট্রটি আমরা লাভ করলাম সেই রাষ্ট্রটিকে পরভাষার আধিপত্য মুক্ত হবে তেমনটিই তো ছিল স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, সেই স্বাভাবিক ঘটনাটি ঘটছে না।
×