ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অশোভন মন্তব্য নয়

প্রকাশিত: ১১:৩৮, ৩১ জানুয়ারি ২০১৯

অশোভন মন্তব্য নয়

অভিভাবকরা যদি জানতে পারেন আপনার ছেলে বা মেয়ে কোন সম্পর্কে জড়িয়ে পড়েছে তাহলে প্রথমই রেগে যাবেন না। এতে বিস্মিত হওয়ার কিছুই নেই। একে ওকে ব্যাপারটা না বলে আপনি নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। অনেক ছেলে মেয়েরই বয়ঃসন্ধির সময় আচার-আচরণে একটা বেপরোয়া বেহিসাবী ভাব প্রকটভাবে প্রকাশ পায়। সন্তানকে বুঝান প্রথম প্রেম মানুষের জীবনের একটা স্মরণীয় অধ্যায়, এই প্রেমের পরিণতির জন্য প্রয়োজন ধৈর্য, পরিশ্রম আর অপেক্ষার। ছেলে মেয়েরা প্রেমে পড়লে তাকে তার অবস্থান সম্পর্কে অবহিত করুন এবং অন্য পক্ষের যোগ্য ব্যক্তি হয়ে ওঠার কথা বলুন, আর যোগ্য হয়ে ওঠার বড় হাতিয়ার হলো পূর্ণ মনোযোগ সহকারে লেখাপড়া করা। ছেলেমেয়েকে সরাসরি বাধা দিবেন না তাদেরকে ধর্মীয় বিধি সম্পর্কে অবহিত করুন। প্রেম পরিণত করতে ইসলাম যে সমতা বিধান, আর্থিক ও শারীরিকভাবে সমর্থ হওয়ার কথা বলেছে সেটা তাদের বলুন। সন্তানের প্রতিটা কথা মন দিয়ে শুনুন। না জেনে প্রথমেই আপনার ছেলেমেয়ের বিশেষ বন্ধুটি সম্পর্কে অশোভন মন্তব্য করবেন না। এতে আপনার সন্তান আঘাত তো পাবেই, আপনি নিজেও ওর চোখে ছোট হয়ে যাবেন। তাই নিজের কথাবার্তা ও ও আচার-আচরণের মাধ্যমে বুঝিয়ে দিন যে আপনি ওর সঙ্গে আছেন এবং আপনিই ওর সবচেয়ে ভাল বন্ধু। ডেমরা, ঢাকা থেকে
×