ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদ বসার প্রতিবাদে বিএনপির মানববন্ধন আজ

প্রকাশিত: ১১:০৭, ৩০ জানুয়ারি ২০১৯

সংসদ বসার প্রতিবাদে বিএনপির মানববন্ধন আজ

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে মাঠে নামছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ বুধবার একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বলে মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোট কারচুপি হলে লাগাতার কঠোর আন্দোলনের আগাম হুমকি দিলেও নির্বাচনে ভরাডুবির পর চুপসে যায় বিএনপি। দল থেকে নির্বাচিত ৬ জন শপথ নেননি এবং সংসদে যাবেন না বলেও আগাম ঘোষণা দিয়ে রাখা হয়। তবে নির্বাচনের পর আন্দোলন কর্মসূচী না দেয়ায় খোদ দলের মধ্যেই সমালোচনার ঝড় ওঠে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা না করলেও মঙ্গলবার ২টি স্বাভাবিক কর্মসূচী পালনের ঘোষণা দেয় দলটি। তবে এ কর্মসূচী কি আগের মতোই ঘোষণায় সীমাবদ্ধ থাকবে না দলের নেতাকর্মীরা মাঠে নেমে আসবে এ নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি ও ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশের বিভিন্ন কারাগারে কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।
×